Photo Credit Pixbay

মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) মধ্যে ঘটে গেল অঘটন। পরীক্ষা চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ল ছাত্রীর মাথায়। আর তাতেই গুরুতর জখম হলেন পরীক্ষার্থী নন্দিনী মাকাল। বুধবার সকালে ঘটনাটি  ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা (Maheshtala) পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যামন্দিরে। ঘটনার পর তাঁকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি ঘটে এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।

পরীক্ষা দিতে গিয়ে পড়ুয়ার মাথায় ভেঙে পড়ল সিলিং ফ্যান

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহত পরিক্ষার্থী নন্দিনী মাকাল বাটানগরের জাতীয় শিক্ষামন্দিরের পড়ুয়া। তাঁর পরীক্ষা সিট পড়েছিল শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যামন্দিরে। বিগত কয়েকদিন ধরেই পরীক্ষা দিতে আসছিল সে। এদিন পরীক্ষায় বসার ১৫ মিনিটের মাথায় বিকট শব্দ হয় ওই ক্লাসরুমে। বাকি শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা গিয়ে দেখে আহত অবস্থায় বেঞ্চে পড়ে ছটফট করছে নন্দিনী।

আতঙ্কিত পরীক্ষার্থী ও অভিভাবকরা

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর আতঙ্কে রয়েছেন বাকি পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা। সকলেই স্কুল কর্তৃপক্ষের চুড়ান্ত অব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন। গোটা ঘটনা নিয়ে এখনও স্কুল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেননি।