Atishi (Photo Credit: ANI/X)

আপ জমানার শেষভাগে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে কয়েকমাস দায়িত্বে ছিলেন আতিশি মারলেনা (Atishi Marlena)। কিন্তু বিধানসভা নির্বাচনে হেরে ক্ষমতা হারায় আম আদমি পার্টি। আগামীকাল মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করতে চলেছেন বিজেপি বিধায়ক রেখা গুপ্তা (Rekha Gupta)। বুধবার দলের পক্ষ থেকে এই ঘোষণা হওয়ার পর থেকেই চারদিক থেকে শুভেচ্ছাবার্তা আসতে থাকে রেখার উদ্দেশ্যে। এমনকী প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশিও রেখাকে শুভেচ্ছা জানিয়েছেন এদিন।

এক্স হ্যাণ্ডেলে রেখাকে শুভেচ্ছাবার্তা আতিশির

আতিশি এক্স হ্যাণ্ডেলে টুইট করে লেখেন, "দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার জন্য রেখা গুপ্তাজিকে অনেক অনেক অভিনন্দন। এটা আনন্দের বিষয় যে দিল্লি একজন মহিলার নেতৃত্বে আসবে। আশা করব আগামীদিনে দিল্লিবাসীর সমস্ত প্রত্যাশা পূরণ করবেন তিনি। দিল্লি উন্নয়নের জন্য আম আদমি পার্টির পূর্ণ সমর্থন পাবেন আপনি"।

দেখুন আতিশির বার্তা

আগামীকাল রেখা গুপ্তার শপথগ্রহণ অনুষ্ঠান

প্রসঙ্গত, বুধবার দিল্লিতে বিজেপির পার্টি অফিসে দীর্ঘ বৈঠকের পর উঠে আসে রেখা গুপ্তার নাম। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে হবে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান। উপস্থিত থাকতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি একাধিক শীর্ষ নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিত্বরা।