প্রতীকী ছবি (File Photo)

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। সেখান থেকে ৯ মাস আগে হয় বিয়ে। তারপরেও কয়েকমাস সম্পর্ক ঠিকঠাকভাবে চললেও আচমকা সেই সম্পর্ক নষ্ট হতে শুরু করে। তারপর আচমকা গৃববধূ চলে যায় বাপেরবাড়ি। আর তারপরেই মানসিক অবসাদে আত্মঘাতী হন মালদার যুবক সুরজিৎ হালদার। গত মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে পুরাতন মালদার সাহাপুর ২ নম্বর বিমল দাস কলোনীতে। জানা যাচ্ছে পরিবারের লোকেরাই দেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর শোকস্তব্ধ সুরজিতের পরিবার।

জামাইবাবুর সঙ্গে স্ত্রীয়ের পরকীয়া সম্পর্ক মেনে নিতে পারেননি যুবক

জানা যাচ্ছে, নয়মাস আগে বৈষ্ণবগড়ের বাসিন্দা ওই মহিলার সঙ্গে বিয়ে হয় সুরজিতের। বিয়ের পর কয়েকমাস সবকিছু ঠিকঠাক থাকলেও আচমকা এদিন যুবক জানতে পারে যে তাঁর স্ত্রীয়ের সঙ্গে জামাইবাবুর পরকীয়া সম্পর্ক রয়েছে। এই নিয়ে অশান্তি শুরু হয় দুজনের। এরমধ্যে আচমকা একদিন বাপের বাড়ি চলে যান গৃহবধূ। তারপর থেকেই মানসিক চাপ দিল্লি মহিলা ও তাঁর পরিবার।

স্ত্রীকে ভিডিয়ো কল করে আত্মঘাতী যুবক

এমনকী এর মাঝে সুরজিতের নামে পুলিশে অভিযোগ জানানোও হয়। তবে আগাম জামিন নিয়ে গ্রেফতারি এড়ায় সে। তারপরেও অশান্তি থামছিল না। এরমধ্যে গত মঙ্গলবার রাতে স্ত্রীকে ভিডিয়ো কল করে সে। তারপরেই আত্মঘাতী হয় সে। এদিন সকালে পরিবারের সদস্যরা দরজা খুলে দেখতে পায় ঝুলন্ত অবস্থায় যুবকের নিথর দেহ। ঘটনাস্থলে পুলিশ যে মোবাইল ফোন উদ্ধার করে সেখানে শেষ ভিডিয়ো কলিং স্ত্রীয়ের নামেই দেখা যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।