রহস্যজনকভাবে মৃত্যু হল রিষড়ার (Rishra) এক যুবকের। বাড়ি থেকে কাজে যাওয়ার নাম করে বেরিয়েছিল সে। ঘন্টাখানেক পর বাড়ির থেকে কিছুটা দূরে রাস্তার ধার থেকে উদ্ধার হল তাঁর রক্তাক্ত দেহ। মঙ্গলবার রাতে দিকে এই ঘটনা হওয়ার পর স্বাভাবিকভাবেই ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, পেটে ছুরি ঢুকিয়ে খুন করা হয় তাঁকে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কী কারণে খুন হয়েছেন এবং কে বা কারা তাঁকে খুন করেছে, বিষয়টি এখনও স্পষ্ট নয়।
মোবাইল চুরি নিয়ে বচসা
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, দিনকয়েক আগে তাঁর মোবাইল চুরি গিয়েছিল। এই নিয়ে স্থানীয় বন্ধুদের সঙ্গে বচসাও হয়েছিল। পরিবারের অভিযোগ, সেই কারণেই তাঁরা ওই বছর ২২-এর অভিষেক পাসোয়ানকে খুন করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন রিষড়া পুরসভার বাসিন্দা ওই যুবককে এলাকারই লোকজন প্রথমে রাস্তায় পড়ে থাকতে দেখে। তাঁরাই তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
তদন্ত শুরু করেছে পুলিশ
যদিও কে বা কারা অভিষেককে খুন করেছিল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এমনকী ওই রাস্তায় কোনও সন্দেহজনক কাউকেই দেখা যায়নি। ফলে তাঁকে ঘটনাস্থলেই খুন করা হয়েছে নাকি অন্য কোথাও খুন করে দেহ রাস্তার ধারে ফেলে রাখা হয়েছিল কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খুনিকে সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।