অবশেষে নতুন বছরে সুখবর পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। রেশন দুর্নীতি মামলায় ইডির বিশেষ আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। বুধাবর ৫০ হাজার টাকার জামিন বন্ড ও ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তিনি। ২০২৩ সালের ২৭ অক্টোবর তাঁকে গ্রেফতার করেছিল ইডি। এর আগে এই দুর্নীতি মামলায় শঙ্কর আঢ্য, বাকিবুর রহমানের মতো প্রভাবশালী নেতা ও ব্যক্তিরা ছাড়া পেয়েছিলেন। আর এই প্রভাবশালী ব্যক্তিদের জামিনকে হাতিয়ার করেই বালুর পক্ষে সওয়াল করেছিল তাঁর আইনজীবী। অন্যদিকে ইডিও জামিনের বিরোধীতা করে। কিন্তু তাঁদের যুক্তি সেভাবে ধোপে টিকল না।
দুর্নীতির গঙ্গাসাগর
ইডি আগে থেকেই এই জামিনের বিরোধীতা শুরু করেছিল। ইডি বালুকে 'দুর্নীতির রিং মাস্টার' বলেও আখ্যা দিয়েছিল। পাশাপাশি প্রাক্তন খাদ্যমন্ত্রীকে দুর্নীতির গঙ্গাসাগর বলেও ব্যাখ্যা করা হয়। যদিও রেশন দুর্নীতিতে প্রথমে তাঁর নাম জড়ায়নি। কিন্তু পরবর্তী সময়ে জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে একাধিক নথি ও প্রমাণ পাওয়া যায়। ফলে পরবর্তীকালে এফআইআরে তাঁর নাম দেওয়া হয়। বুধবার তাঁর জামিন মঞ্জুর হয় ঠিকই, তবে জামিন প্রক্রিয়া শেষ হলেই জেলমুক্তি ঘটবে তাঁর।
অসুস্থ জ্যোতিপ্রিয়
২৭ অক্টোবর গ্রেফতার হওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। তারপর থেকে বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর জেলে ফিরে আসে। কিন্তু তাঁর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একাধিকবার জামিনের আবেদন করেছিলেন আইনজীবী। কিন্তু ইডির পক্ষ থেকে প্রতিবারই তার বিরোধীতা করা হয়। তবে এবারে আর কোনওভাবেই আটকানো গেল না তাঁর জামিন।