মহা ভূমিকম্পের আশঙ্কার মাঝে বিপর্যয়ের দেশ জাপানে টাইফুনের (Ampil Typhoon) আতঙ্ক। জাপানের রাজধানী টোকিও-র খুব কাছে চলে এসেছে টাইফুন আম্পিল। প্রতি ঘণ্টায় এই টাইফুন প্রতি ঘণ্টায় ২১৬ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে। সাম্প্রতিককালে এত বড় ঝড় টোকিওতে আসেনি। আম্পিল টাইফুন যে মূল জায়গাটা দিয়ে যাবে সেই অঞ্চলের ১০ হাজার ও জাপানের উত্তর পূর্বে ফুকুশিমা প্রদেশের ৩ লক্ষ ২৩ হাজার মানুষদের নিরাপদে সরানো হয়েছে।
রাজধানী টোকিও শহরের অধিকাংশ হোর্ডিং খুলে নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে বহু ট্রেন। অফিসের পরিবর্তে 'ওয়ার্ক ফ্রম হোম' করার নির্দেশ দেওয়া হয়েছে। টাইফুনের আশঙ্কা না সরা পর্যন্ত টোকিও এবং নাগোয়ার মধ্যে চলা সব বুলেট ট্রেন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে ২৮১টি দেশীয় ও ৩৮টি আন্তর্জাতিক বিমান। টোকিও হেনেদা বিমানবন্দরের একাংশ বন্ধ করে দেওয়া উচিত। টোকিওর বিভিন্ন জায়গায় বিপর্যয় মোকাবিলা বিহানীকে প্রস্তুত করা হয়েছে।
দেখুন খবরটি
🇯🇵 Typhoon Ampil approaches eastern Japan while triggering storm warnings 🌀
⚠️Typhoon #Ampil was battering eastern Japan on Friday as a "very strong" storm, equivalent to a Category 2 hurricane, posing a threat of severe winds and heavy rainfall across a vast region.
🌧️ A… pic.twitter.com/xVHYyzaqDI
— Windy.com (@Windycom) August 16, 2024
ক্যাটাগরি ২ মাত্রার হ্যারিকেনের আশঙ্কায় টোকিওতে জারি করা হয়েছে কড়া সতর্কতা। শক্তিশালী এই টাইফুনে বহু ঘরবাড়ি ভেঙে পড়ার আশঙ্কাও রয়েছে।