SRH vs RR

রবিবার হায়দরাবাদে আইপিএল ২০২৫-এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি সান রাইজার্স হায়দারাবদ ও রাজস্থান রয়্যালস। টসে জিতে সান রাইজার্সকে প্রথমে ব্যাট করতে পাঠান রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। প্রথমে ব্যাট করতে নেমে ঝড় তোলেন সান রাইজার্সের অজি ওপেনার ট্র্যাভিস হেড। ৩১ বলে ৬৭ করে হেডের আউটের পর সুনামি ওঠে ইশান কিষাণের ব্যাটে।

মাত্র ১৪ ওভারেই ২০০ রানের গণ্ডি টপকে গিয়েছে হায়দরাবাদ। ৩৫ বলে ৭৯ রান করে অপরাজিত ইশান। শৃঙ্খলাভঙ্গের দায়ে ভারতীয় দল থেকে দীর্ঘদিন ছিটকে যাওয়া ইশানের কাছে এবারের আইপিএল কামব্যাকের।

দেখুন সরাসরি স্কোরবোর্ড