
জন্মদিনে মায়ের কাছে এসেছিলেন ছেলে। জন্মদিনের কেক কিনবে বলে বছর পাঁচেকের ছোট সৎ ভাইকে নিয়ে বেরিয়েছিল সে। কিন্তু কেক কেনা আসলে ছিল বাহানা। নাবালককে জোড় করে নৌকায় উঠিয়ে মাঝগঙ্গায় নিয়ে গিয়ে তাঁকে ঠেলে ফেলে দিল যুবক। শনিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপে (Nabadwip)। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সুমন দত্ত। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে ডুবে যাওয়া শিশুটিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর। তাঁরও খোঁঁজ চালানো হচ্ছে। এদিকে ঘটনার পর থেকেই শোকস্তব্ধ পরিবার।
গঙ্গায় ভাইকে ফেলে দিল সৎ দাদা
পুলিশসূত্রে খবর, নবদ্বীপের চরব্রহ্মপুরের বাসিন্দা জয়দেব বিশ্বাস। তাঁর ছোট ছেলে সুব্রত বিশ্বাস তাঁর প্রথম পক্ষের ছেলে এই সুমন। অন্যদিকে জয়দেবের এখন যাঁর সঙ্গে বিয়ে হয়েছে তাঁরও এটা দ্বিতীয় বিয়ে ছিল। আর তাঁর ছেলে হল সুব্রত। বছর ১৯-এর সুমন কর্মসূত্রে কালনা থাকে। এদিন জন্মদিন উপলক্ষে বাড়িতে এসেছিল। এরপর বিকেলের দিকে কেক কেনার নামে ভাইকে নিয়ে বেরোয় সুমন। অভিযোগ, বাড়ি থেকে বের করে ভাইকে নিয়ে স্বরূপগঞ্জের ঘাটে নিয়ে যায় সে। রাতের অন্ধকারে সুব্রতকে জোড় করে নৌকায় তোলে সুমন।
অভিযুক্তের মুখে মাস্ক ছিল
তারপরেই কিছুদূর যেতেই নৌকা থেকে গঙ্গায় ফেলে দেয় ভাইকে। ঘাটে বসে থাকা অনেকেই এই দৃশ্য দেখতে পায়। পরে ওই যুবকও ঝাঁপ দিয়ে গা ঢাকা দেয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, যুবকের মুখে মাস্ক থাকার কারণে কেউই তাঁর মুখ দেখতে পায়নি। এদিকে দীর্ঘক্ষণ দুই ছেলে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন বন্দনা ও জয়দেব। বড়ছেলেকে ফোন করলেও যোগাযোগ করা যায় না। রাতের দিকে স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পান সুমনের কীর্তির কথা। তবে এখনও পর্যন্ত কোনও ছেলেরই খোঁজ পাওয়া যায়নি।