এমনিতেই রাজ্যে সিপিএমের অবস্থা অত্যন্ত করুণ। একাধিক নেতানেত্রী ইতিমধ্যেই দলবদল করে হয় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে, নয়তো বা বিজেপিতে। এবার উত্তর দমদম পুরসভা (North Dum Dum Municipality) থেকে বড় ধাক্কা খেল লাল শিবির। এই পুরসভায় মোট ৩৪ টি ওয়ার্ড রয়েছে। তারমধ্যে একটি মাত্র ওয়ার্ড দখলে ছিল সিপিএমের। এবার সেটাও গেল শাসক দলের পক্ষে। অর্থাৎ ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্ধ্যারানি মণ্ডল যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। স্বাভাবিকভাবেই এই যোগদানের পর উত্তর দমদম পুরসভা কার্যত বিরোধীশূন্য হয়ে গেল। দলবদল করার কারণ হিসেবে সিপিএমের শীর্ষ নেতৃত্বের ওপরেই দায় চাপালেন তিনি।

চন্দ্রিমা ভট্টাচার্য্যের উপস্থিতিতে তৃণমূলে যোগ সন্ধ্যারানি মণ্ডলের

রবিবার রাজ্যের মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য্যের উপস্থিতিতে তৃণমূলের দলীয় কার্যালয়ে ঘাসফুলের পতাকা নেন সন্ধ্যারানি। তিনি এদিন সাংবাদিকদের সামনে বলেন, দলে থেকে কাজ করতে অসুবিধা হচ্ছিল। এলাকাবাসীদের জন্য জনকল্যানমূলক কাজ করতে গিয়ে দলেরই নেতাদের থেকে ক্রমাগত বাধা পাচ্ছিলেন তিনি। কারণ কয়েকজন 'ছড়ি ঘোরানো' নেতা তাঁকে বাধা দিচ্ছিলেন। সেই কারণেই তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, এই পুরসভায় বিগত তিনবছর ধরে সিপিএমের কাউন্সিলর হিসেবে কাজ করেছেন সন্ধ্যারানি।

বিরোধীশূন্য হল উত্তর দমদম পুরসভা

আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে আবারও বাংলায় শুরু হয়েছে দলবদলের রাজনীতি। কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। এবার উত্তর দমদমে সিপিএম ছেড়ে যোগ দিলেন সন্ধ্যারানি মণ্ডল। যদিও এই প্রসঙ্গে আপাতত মুখে কুলুপ এটেছে সিপিএম নেতৃত্ব।