টোকিও, ১০ জানুয়ারি: জাপানের রাজধানী টোকিও (Tokyo)য় হাতুড়ি হামলা (Hammer Attack)। হোসেই বিশ্ববিদ্যালয়ে আচমকা এক তরুণী ছাত্রী হাতুড়ি হাতে এলোপাথাড়ি আক্রমণ শুরু করে। হাতুড়ির আঘাতে কমপক্ষে ৮জন গুরুতর জখম হন। তিনজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দু'জন ভয়ে জ্ঞান হারানোর পর এখন সুস্থ হয়ে উঠেছেন বলে খবর। মহিলা দুষ্কৃতীর বয়স ২০-র আশেপাশে বলে জানা গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেই তরুণী দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া তরুণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে নিশ্চিত করেছে টোকিও পুলিশ। কী কারণে এই তরুণী হাতুড়ি হাতে আক্রমণ করেছিলেন তা নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
জাপানে একটা সময় এই ধরনের ঘটনা একবারে বিরল ছিল। কিন্তু গত কয়েক বছরে এই ধরনের ঘটনা সূর্যোদয়ের দেশে বেশ কয়েকবার ঘটছে।
টোকিওর বিশ্ববিদ্যালয়ে হাতুড়ি হামলা
🚨 BREAKING: Hammer Attack at Hosei University in Tokyo! 🚨
8 students injured but thankfully all are conscious after a shocking hammer attack at Hosei University (法政大学). The suspect has been taken into custody.
Stay safe, Tokyo! 🇯🇵💔#TokyoNews #HoseiUniversity #Japan… pic.twitter.com/4V9ZubNDRm
— know the Unknown (@imurpartha) January 10, 2025
২০২২ সালে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে-কে গুলিকে হত্যা করা হয়েছিল। এরপর ডিসেম্বরে দক্ষিণ জাপানে ম্যাকডোনাল্ডের রেস্তোরাঁয় এক ছাত্রকে ছুরির আঘাতে মেরে ফেলে এক দুষ্কৃতী।