জাপানে জি সেভেন বৈঠকের মধ্যেই। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা রবিবার পরিদর্শন করলেন হিরোসিমা পিস মেমোলিয়াল পার্ক। সেখানে শ্রদ্ধাজ্ঞাপন করেন তাঁরা।রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি জি সেভেনে আমন্ত্রিত দেশের প্রধানরাও উপস্থিত ছিলেন এই হিরোসিমা পিস মেমোরিয়াল পার্কে।
এর পাশাপাশি পিস মেমোরিয়াল মিউজিয়ামও ঘুরে দেখেন তিনি। বিভিন্ন জিনিস ঘুরে দেখার পাশপাশি ভিজিটর বইতে সইও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১৯ থেকে ২১ মে অবধি জি সেভেনের এই বৈঠকে সাতটি দেশের পাশাপাশি আমন্ত্রিত হয়েছেন আরও বেশ কয়েকটি দেশ। যার মধ্যে হল অষ্ট্রেলিয়া, ব্রাজিল, কমোরস, কুক দ্বীপ, ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম।
#WATCH | Prime Minister Narendra Modi and other leaders pay floral tribute at Hiroshima Peace Memorial Park in Japan.#G7HiroshimaSummit pic.twitter.com/ItbLyUnnT0
— ANI (@ANI) May 21, 2023
Prime Minister Narendra Modi began his day by visiting the Peace Memorial Museum, where he observed the documented exhibits and signed the visitor’s book. PM Modi paid tribute to the memory of Hiroshima victims at Peace Memorial Park in Hiroshima, Japan.#G7HiroshimaSummit pic.twitter.com/6PGdlFepZW
— ANI (@ANI) May 21, 2023