S-400 (Photo: Twitter)

মস্কো, ১৪ নভেম্বর: ভারতকে এস-৪০০ সারফেস-টু-এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম ( S-400 Missile Systems) সরবরাহ করা শুরু করেছে রাশিয়া (Russia)। সবকিছুই পরিকল্পনা অনুযায়ী চলছে। গতকাল একথা জানালেন রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কোঅপারেশন (FSMTC)-র ডিরেক্টর দিমিত্রি শুগায়েভ। দুবাই এয়ার শো-র আগে স্পুটনিককে তিনি বলেছেন, "ভারতের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ শুরু হয়েছে।"

এস-৪০০ ডিফেন্স সিস্টেম বিশ্বের বেশ কয়েকটি দেশ ব্যবহার করে। ইতিমধ্যে চিন এবং তুরস্ককে এই সিস্টেম বিক্রি করেছে রাশিয়া। ২০১৮ সালের অক্টোবরে ৫টি এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার জন্য রাশিয়ার সঙ্গে ৫.৫ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করে ভারত। যা সেই সময়ে সবচেয়ে বড় প্রতিরক্ষা ব্যায়ের মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়েছিল। আরও পড়ুন: Bipin Rawat: বাড়ছে সীমান্ত সমস্যা, চিনকে নিয়ে চিন্তা প্রকাশ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের

এই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম তৈরি করেছে রাশিয়ার আলমাজ সেন্ট্রাল ডিজাইন ব্যুরো (Almaz Central Design Bureau) এবং ২০০৭ সালে প্রথম রুশ বাহিনীতে এস-৪০০ অন্তর্ভুক্ত হয়। ২০১৪ সালে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কেনার বিষয়ে মস্কোর সঙ্গে যোগাযোগ করে নতুন দিল্লি। এই সিস্টেমটিতে মাল্টি-ফাংশন রাডার রয়েছে। তাই শুধু মিসাইল নয়, এর সাহায্যে শত্রুর বিমান, ড্রোনও চোখের পলকে ধ্বংস করা যাবে। এতে রয়েছে তিনটি ভিন্ন ধরনের মিসাইল প্যাক। যা ৩০ কিলোমিটার উচ্চতায় ও ৪০০ কিলোমিটার দূরের যে কোনও লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।