President Mikheil Kavelashvili. (Photo Credits: X)

বেশ কিছু দিন ধরেই ইউরোপিয়ান ইউনিয়নে অন্তর্ভুক্তি ও ন্য়াটো ইস্য়ু নিয়ে আন্দোলনে উত্তাল ইউরোপের দেশ জর্জিয়া (Georgia)। অশান্ত জর্জিয়া (Georgia Proest)-তেই হয়ে গেল প্রেসিডেন্ট নির্বাচন। আর সেই নির্বাচনে জিতে জর্জিয়ার প্রেসিডেন্ট হলেন প্রাক্তন তারকা ফুটবলার মিখাইল কাভেলাশভ্লি (Mikheil Kavelashvili)। ২০০টি ভোট নিশ্চিত করে মসনদ নিশ্চিত করলেন দেশের শাসক দলের প্রেসিডেন্ট প্রার্থী মিখাইল কাভেলাশভ্লি। তিনি নয়ের দশকে ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার ছিলেন। সেই সময় ম্যান সিটির সবচেয়ে বড় ভরসা স্ট্রাইকার ছিলেন মিখাইল। রাশিয়ার সমর্থক জর্জিয়ার নয়া প্রেসিডেন্ট মিখাইল আমেরিকা সহ পশ্চিমের দেশগুলির খুব বড় সমালোচক। পুতিনের সঙ্গে সখ্যতার কারণেই তিনি একেবারে দেশের মসনদে বসলেন বলে বিরোধীদের দাবি।

মিখাইল কাভেলাশভ্লি-র সমর্থনে প্রচারের সবটা জুড়েই ছিল ফুটবল। তাঁর দলের কর্মী-সমর্থকদের ফুটবল খেলতে খেলতেই ভোট দিতে গিয়েছিলেন। তবে মিখাইলের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ তিনি তেমন শিক্ষিত নন। জর্জিয়ার রাজনীতিতে যেটা খুবই বড় বিষয়। তেমন শিক্ষত না হওয়ার জন্যই বড় ফুটবলার হওয়া সত্ত্বেও তিনি ২০১৫ সালে জর্জিয়া ফুটবল সংস্থার প্রধান হতে পারেননি।

জর্জিয়ার সিংহাসনে প্রাক্তন তারকা ফুটবলার

সেই তিনিই কী করে একেবারে দেশের প্রেসিডেন্ট হয়ে গেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। এর আগে লাইবেরিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন কিংবদন্তি ফুটবলার জর্জ উইয়া। পাকিস্তানের প্রধানমন্ত্রী হন বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইমরান খান।