ডোনাল্ড ট্রাম্প (Photo Credits: AFP)

ওয়াশিংটন, ৪ অক্টোবর: ভালো আছি, খুব তাড়াতাড়ি কাজে ফিরব। এক ভিডিয়ো বার্তায় একথা জানালেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। আজ সকালে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেন ট্রাম্প। মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টার (Walter Reed military medical center) থেকে ওই ভিডিয়ো তিনি পোস্ট করেছেন। ভিডিয়োবার্তায় তিনি জানিয়েছেন, শীঘ্রই তিনি কাজ ফিরে আসবেন এবং প্রচার শুরু করবেন। তবে 'আগামী কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ।

ট্রাম্প বলেন, “আমি ভালো আছি। তবে আপনারা জানেন না যে পরের কয়েক দিন খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং, এটিই আসল পরীক্ষা। আমরা পরের দু'দিনে কী ঘটবে তা দেখব।" ৪ মিনিটের দীর্ঘ ভিডিয়োতে ট্রাম্প ওয়াল্টার রিডের চিকিৎসক দলকে ধন্যবাদ জানিয়েছেন। ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে চিকিৎসার কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমি এখন যে থেরাপি নিচ্ছি তা.. সত্যি বলতে অলৌকিক। এটা দারুন কাজের।" আরও পড়ুন: 2020 New Zealand General Election: 'এক সময় আমিও গাঁজা খেতাম', অকপট স্বীকারোক্তি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আর্ডার্নের

সামনেই অ্যামেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। এই বিষয়ে তিনি বলেন, “আমি এখানে এসেছি। আমি খুব একটা ভাল বোধ করছিলাম না ... আমাকে আবার আমেরিকাকে মহান করতে হবে। আমাদের কাজ শেষ করতে হবে ... আমাকে শীঘ্রই ফিরে আসতে হবে।" মার্কিন প্রেসিডেন্টের দাবি তিনি করোনাভাইরাস দ্বারা আক্রান্ত সবার জন্য লড়াই করছেন। তিনি বলেন, “এটি এমন যা সারা বিশ্বের কোটি কোটি মানুষের ক্ষেত্রে ঘটেছে। আমি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে নয়, সারা বিশ্বের মানুষের জন্য তাদের পক্ষে লড়াই করছি।”