নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আর্ডার্ন (Photo Credits: Getty Images)

ওয়েলিংটন, ২ অক্টোবর: এক সময় তিনিও গাঁজা (Cannabis) খেতেন, জানালেন নিউজিল্যান্ডের ক্ষমতাসীন দলের নেতা ও প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আর্ডার্ন (New Zealand PM Jacinda Ardern)। আগামী ১৭ অক্টোবর নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচন। তার আগে আগে বুধবার একটি লাইভ বিতর্ক চলাকালীন তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলে, "অনেক দিন আগে গাঁজা খেতাম।"

৪০ বছর বয়সী জ্যাকিন্ডা করোনা মহামারী পরিস্থিতি বেশ দক্ষ হাতে সামলেছেন। তাই মনে করা হচ্ছে দ্বিতীয়বার তিনি মসনদে বসতে চলেছে। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী, রক্ষণশীল ন্যাশনাল পার্টির নেত্রী জুডিথ কলিন্সও বেশ সমর্থন পাচ্ছেন। বুধবার আধঘণ্টার একটি বিতর্কসভায় অংশ নিয়েছিলেন জ্যাকিন্ডা। সেখানে গাঁজা ও ইউথানাসিয়া বা নিষ্কৃতি মৃত্যুর বৈধতা নিয়ে আগামীদিনে হতে চলা গণভোটের প্রসঙ্গ উঠে আসে। একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, "অনেকদিন আগে আমিও গাঁজা খেতাম।" আরও পড়ুন: Donald Trump COVID Positive: করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প

গাঁজার বৈধতার পক্ষে না বিপক্ষে ভোট দেবেন? এই প্রশ্নে জ্যাকিন্ডা বলেন, "নির্বাচনের পর এই বিষয়ে বলব। এই বিষয় নিয়ে কোনও রাজনীতি করতে চাই না আমি। এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা নিউজিল্যান্ডের মানুষই নেবেন। তবে আমি চাই জাতীয় নির্বাচনের পরেই এই বিষয়ে গণভোট হোক।" কলিন্স অবশ্য বলেছেন যে তিনি কখনও গাঁজা খাননি এবং এর বিরুদ্ধে ভোট দেবেন।