Cyclone Sitrang (Photo Credit: Twitter)

ঢাকা, ২৫ অক্টোবর:  ঘূর্ণিঝড় (Cyclone) সিত্রাংয়ের (Sitrang) আতঙ্কে কাঁপছে বাংলাদেশ। মঙ্গলবার ভোরে খেপুপাড়া দিয়ে ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ উপকূল পার করে যায়। মঙ্গলবার ভোরে সিত্রাং বাংলাদেশ (Bangladesh) উপকূল পার করে গেলেও, তার জেরে ঢাকা-সহ সে দেশের ১৩টি জেলায় কড়া সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের দাপটে বাংলাদেশে ইতিমধ্যেই ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক বাড়ির মা-ছেলেও রয়েছে বলে খবর। সিরাজগঞ্জে নৌকাডুবির জেরেই মা-ছেলের মৃত্যু হয় বলে খবর।

সিত্রাংয়ের জেরে বাংলাদেশের একাধিক জেলায় জল জমতে শুরু করেছে। যার মধ্যে নোয়াখালি, ভোলা, বরিশাল, কক্সবাজারের মত এলাকা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, চিটাগাং, পায়রা, মোংলা, কক্সবাজারে বিপদসঙ্কেত জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের ভয়ে চিটাগাং, বরিশাল, খুলনা-সহ গোটা এলাকার স্কুল, কলেজ বন্ধ করা হয়েছে। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার যে পরীক্ষা হওয়ার কথা ছিল, তাও বাতিল করা হয়েছে।

আরও পড়ুন:  Cyclone Sitrang: 'ভালো থাকবেন', ঘূর্ণিঝড় এগোতেই বাংলাদেশের মানুষের জন্য 'দোয়া' মীরের

জানা যাচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের ১৫টি উপকূলবর্তী এলাকায় জল জমতে শুরু করেছে। ফলে বাংলাদেশ প্রশাসনের তরফে উপকূলবর্তী এলাকার মানুষকে উদ্ধার করা হচ্ছে।