২০২৪ সালে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানা এলাকায় এক ব্যক্তিকে খুন করে এবং ডাকাতি করে ভিনরাজ্যে পালিয়েছিলেন বছর ৩৪-এর এক যুবক। ঘটনার তদন্তে নেমে অবশেষে শনিবার মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের (Mumbai Crime Branch) হাতে পাকড়াও হল অভিযুক্ত। ধৃত ব্যক্তির নাম রবিউল মিঞা, ওরফে বাবু। জানা যাচ্ছে, ঘটনার পর থেকে বাংলা থেকে পালিয়ে মহারাষ্ট্রে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। শনিবার পূর্ব বান্দ্রার খেরওয়াড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং রাজ্যের পক্ষ থেকে পুলিশের একটি বিশেষ টিম পাঠানো হয়েছে মুম্বইয়ের উদ্দেশ্যে।
খুন ও ডাকাতি করে মুম্বই পালিয়েছিল অভিযুক্ত
জানা যাচ্ছে, বছরদুয়েক আগে মিঠুন চক্রবর্তী নামে এক ব্যক্তিকে খুন করে তাঁর থেকে টাকা পয়সা লুট করে পালিয়েছিল রবিউল। মুম্বইয়ে পৌঁছে প্রথমে লোনাভালাতে থাকা শুরু করে সে। পরে কাজের খোঁজে বান্দ্রায় আসে। সেখানেই খেরওয়াড়িতে থাকা শুরু করে সে। পেশায় দিনমজুর হিসেবে কাজ করছিল সে। তবে অবশেষে মুম্বই পুলিশের জালে অভিযুক্ত।
দেখুন পোস্ট
#BREAKING: Unit 1 of Mumbai's Crime Branch apprehended 34-year-old Rabiul Miah alias Babu, a resident of West Bengal, in Kherwadi, Bandra. Rabiul Miah, who had been absconding since October 2024, confessed to his involvement in a dacoity in West Bengal. A case was registered at… pic.twitter.com/ys3ohXFRCO
— IANS (@ians_india) April 12, 2025
পলাতক আরও তিন
খুন ও ডাকাতির ঘটনায় রবিউল ছাড়াও আরও চারজন অভিযুক্ত ছিলেন। যাদের মধ্যে এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা তিনজন এখনও পলাতক রয়েছে। এই মামলায় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ধৃতদের বিরুদ্ধে আগেই আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল।