ভারতসেরা মোহনবাগান। লিগ শিল্ডের পর এবার আইএসএল কাপ জিতল হোসে মোলিনার দল। ম্যাচের ৯০ মিনিট শেষ। খেলার ফল ১-১। অনেকেই তখন ভাবছিলেন টাইব্রেকারেই গড়াবে ম্যাচ। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর কামিংসের পেনাল্টি গোলে সমতায় ফিরেছিল মোহনবাগান। তারপর অনেক আক্রমণ হলেও গোল আসেনি। কিন্তু এক্সট্রা টাইমের ৫ মিনিটে জেমি ম্যাকলারেনের গোলটা শেষ পর্যন্ত মোহনবাগানকে দ্বিমুকুট এনে দিল। হোসে মোলিনার দলকে আইএসএল কাপ এনে দিল ম্যাকলারেনের গোলটাই। বাগানের ফুটবলার স্টুয়ার্টের বলটা বেঙ্গালুরুর বক্সে আসার পর সেটা ঠিকমত ক্লিয়ার করতে পারেনি বেঙ্গালুরুর ডিফেন্ডার চিংলেন সানা। সুযোগ পেয়েই বেঙ্গালুরু গোলকিপার গুরুপ্রীতির পায়ের ফাঁক দিয়ে গোল করে দলকে কাপ এনে দিলেন ম্যাকলারেন।

দেখুন ম্যাকলারানের কাপ জেতানো গোলটি

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)