বারানসীতে সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতা হরিশ মিশ্রর ওপর প্রাণঘাতী হামলা। জানা যাচ্ছে, ধারালো ছুরি দিয়ে শনিবার সকালে তাঁর ওপর হামলা চালানো হয়। তারপরেও দুই আততায়ীকে তিনি এবং তাঁর কর্মী সমর্থকেরা পাকড়াও করে। তারপর দুজনকে বেধড়ক মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় জখম হয়েছেন খোদ সপা নেতাও। তাঁকে পরবর্তীকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আহত হামলাকারীদেরও ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনার পর থেকেই থমথমে এলাকা।

করণি সেনার দ্বারা সপা নেতার ওপর হামলা

জানা যাচ্ছে, শনিবার সকালে হরিশের ওপর হামলা চালায় দুই আততায়ী। জানা যাচ্ছে, অভিযুক্তরা করণি সেনার (Karni Sena) সাথে যুক্ত। আসলে দিনকয়েক আগে করণি সেনাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন হরিশ। আর সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়। তারপর থেকেই তাঁর কাছে খুনের হুমকি আসছিল। শনিবারের হামলা করণি সেনার পক্ষ থেকেই করা হয়েছে বলে দাবি আক্রান্ত সপা নেতার। যদিও ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।

দেখুন ভিডিয়ো

তদন্তে নেমেছে পুলিশ

পুলিশসূত্রে খবর, হামলাকারীরা আদৌ করণি সেনার সঙ্গে যুক্ত কিনা তা স্পষ্ট নয়। ফলে ব্যক্তিগত কোনও শক্রতার কারণে হরিশের ওপর কে বা কারা হামলা করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে গনপিটুনির জেরে গুরুতর আহত হয়েছে দুই হামলাকারী। তাঁদের চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরবর্তীকালে থানায় নিয়ে আসা হয়।