Mohun Bagan win ISL Cup. (Photo Credits: X)

ISL Final MB vs BFC: লিগ শিল্ডের পর এবার আইএসএল কাপ জিতল মোহনবাগান (Mohun Bangan)। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফসি-কে ২-১ গোলে হারিয়ে আইএসএল কাপ জিতল মোহনবাগান সুপার জায়েন্টস। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়ার, অতিরিক্ত সময়ের শুরুতে ম্যাকলারেনের (Maclaren) করা গোলে ISL 2025-চ্যাম্পিয়ন হল সবুজ মেরুন ক্লান। হোসে মরিনহা-র কোচিংয়ে ইতহাস গড় মোহনবাগান। মোহনাবাগানের কাপ জয়ের পর যুবভারতী থেকে বেহালা, দমদম থেকে বালিঞ্জে শুরু হয় উচ্ছ্বাস। আত্মঘাতী গোলে ম্যাচের ৬৯ মিনিট পর্যন্ত পিছিয়েও থেকে কাপ এল মোহনবাগান তাঁবুতে।

কীভাবে জিতল মোহনবাগান

বিরতিতে খেলার ফল ছিল গোলশূন্য। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই আত্মগাতী গোল হজম করে ০-১ পিছিয়ে পড়ে মোহনবাগান। আত্মঘাতী গোলটি করেন আলবার্তো রদ্রিগেজ। এরপর সমতায় ফেরার মরিয়া চেষ্টা করে শুভাশিস বোস-রা। ম্যাচের ৭০ মিনিট পেনাল্টি পায় মোহনবাগান। কারণ ম্যাকলারেনের শট গিয়ে লেগে ছিল বেঙ্গালুরুর ডিফেন্ডার চিংলেন সানার হাতে। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান কামিংস।

দেখুন ম্যাকলারেনের জয়সূচক গোলটি

কাপ জিতল মোহনবাগান সুপার জায়েন্টস

জয়সূচক গোলদাতা ম্যাকলারেন

এরপর ফের গোল করার ঝাঁপান বাগানের স্ট্রাইকার। কিন্তু নির্ধারিত সময়ে আর গোল হয়নি। এক্সট্রা টাইমেস ম্যাচের ৯৫ মিনিটে বেঙ্গালুরুর ডিফেন্ডার চিংলেন সানা আর গোলকিপার গুরপ্রীতের ভুলের সুযোগ দারুণভাবে তুলে মোহনবাগানের হয়ে জয়সূচক গোলটি করেন ম্যাকলারেন।

কীভাবে এবার আইএসএল জিতল মোহনবাগান

এবারের আইএসএলের লিগ পর্যায়ে মোহনবাগান ২৪টি-র মধ্যে ১৭টি জয়,, ৫টি ড্র ও দুটি হেরে ৫৬ পয়েন্ট পেয়ে শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছিল। এরপর সেমিফাইনালে প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে ১-২ হারের পর, যুবভারতীতে ঘরের মাঠে ২-০ জেতে ফাইনালে উঠেছিল মোহনবাগান। অন্যদিকে, গোয়াকে হারিয়ে ফাইনালে উঠেছিল বেঙ্গালুরু এফসি।