ফের ঝাড়খণ্ডে (Jharkhand) বোমা বিস্ফোরণ। ছত্তিশগড়ের পাশাপাশি ঝাড়খণ্ডের জঙ্গল এলাকায় নকশাল বিরোধী অভিযান অব্যাহত। আর এই অভিযানের মাঝেই ভয়ঙ্কর আইইডি বিস্ফোরণ হয়। আর তাতেই শহীদ হয়েছেন ঝাড়খণ্ড জাগুয়ারের এক জওয়ান। আহত হয়েছেন আরও এক সিআরপিএফ জওয়ান। ঘটনার পর তড়িঘড়ি দুই জওয়ানকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। আহত জওয়ানের অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার পরও অব্যাহত রয়েছে অভিযান।
বিস্ফোরণের জেরে শহীদ হয়েছেন এক জওয়ান
জানা যাচ্ছে, গোপনসূত্রে খবর পেয়ে শনিবারই জরাইকেলা থানা এলাকার জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। সেই সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে ওই এলাকায়। আর তাতেই গুরুতর আহত হন দুই জওয়ান। তারমধ্যে ঝাড়খণ্ড জাগুয়ার জওয়ানে হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে রাচীর একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
দেখুন ভিডিয়ো
#WATCH | Ranchi, Jharkhand: A Jharkhand Jaguar (JJ) jawan lost his life while a CRPF jawan was injured in an IED blast during an anti-Naxal operation in Jaraikela police station area. The injured jawan is undergoing treatment in Ranchi: DIG cum Ranchi SSP Chandan Kumar Sinha pic.twitter.com/9Scr15WYe3
— ANI (@ANI) April 12, 2025
অব্যাহত রয়েছে অভিযান
এর আগেও ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে তল্লাশি অভিযান চলাকালীন মৃত্যু হয়েেছিল একাধিক জওয়ানের। ঝাড়খণ্ডের এই হামলার পর এখনও জারি রয়েছে অভিযান। যদিও এখনও পর্যন্ত কাউকেই পাকড়াও করা যায়নি।