
SRH vs PBKS, IPL 2025: আইপিএলে ঐতিহাসিক ইনিংস পঞ্জাব কিংসের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)-র। শনিবার চারমিনারের শহরে পঞ্জাব কিংসের ২৪৫ রান তাড়া করতে নেমে অভিষেক শর্মা ৫৫ বলে ১৪১ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন। আইপিএলের ১৭ বছরের ইতিহাসে ভারতীয়দের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশী রান করার রেকর্ড গড়লেন অভিষেক। ১০টি ওভার বাউন্ডারি, ১৪টি বাউন্ডারি হাঁকানো অভিষেকের স্ট্রাইক রেট দাঁড়ায় ২৫৬। ৪০ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর এদিন একের পর এক রেকর্ড ভাঙতে থাকেন অভিষেক। প্রথমে ব্যাট করে শ্রেয়স আইয়ারের পঞ্জাব করেছিল ২৪৫ রান। জবাবে ৯ বল বাকি থাকতে ২ উইকেট হারিয়ে সেই রান তুলেজিতে নেয় হায়দরাবাদ।
অভিষেকের নজির
প্রসঙ্গত, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের জার্সিতেও এক ইনিংসে সবচেয়ে বেশী রান করার রেকর্ডটা ২৪ বছরের অমৃতসরের বাঁ হাতি ওপেনারের ঝুলিতেই আছে (১৩৫ রান)।
স্মরণীয় ইনিংস অভিষেক শর্মার
SRH CAME. SRH SAW. SRH CONQUERED. 👊🧡
The second-highest run chase in #TATAIPL history 🙌🤯
Next up on #IPLonJioStar 👉 #RRvRCB | SUN, 13th APR, 2:30 PM on Star Sports 2, Star Sports 2 Hindi & JioHotstar! pic.twitter.com/jfEAgz2Bte
— Star Sports (@StarSportsIndia) April 12, 2025
অবিশ্বাস্য জয় হায়দরাবাদের
অভিষেকের অবিশ্বাস্য ১৪১ রানের ইনিংসের সৌজন্যে ২৪৫ রান তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিতল হায়দারাবাদ। ওপেনিং জুটিতে হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক ৭৪ বলে রেকর্ড ১৭১ রানের পার্টনারশিপ করেন। পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ারের ৩৬ বলে ৮২ রানের দুরন্ত ইনিংসটা বৃথা গেল। টানা চার ম্যাচে হারের পর এদিন জিতল প্যাট কামিন্সের দল।