Monalisa Hot Video (Photo Credits: Instagram)

সোশ্যাল মিডিয়ায় নিত্য যাওয়া আসা অভিনেত্রী মোনালিসার (Monalisa)। তাঁর এক একটা পোস্ট পুরুষ অনুরাগীদের রাতের ঘুম কাড়তে যথেষ্ট। কখনও বিদেশি পোশাকে উন্মুক্ত তাঁর শরীর তো আবার কখনও অভিনেত্রী বেছে নেন শাড়ি। মোনালিসার স্টাইল স্টেটমেন্ট বরাবরই চোখ টানে অনুরাগীদের। বয়স বাড়লেও কীভাবে নিজের রূপ, জেল্লা আর যৌবন ধরে রাখতে হয় তা পর্দার 'ঝুমা বৌদি'র থেকে ভালো কেউ জানেন না। ৪২-এও যেন আঠেরোর তরুণী তিনি। তাঁর সুডৌল চেহারা বয়সেয় বেড়াজাল ভেঙেছে। সদ্য শাড়ি পরে রিল শেয়ার করেছেন মোনালিসা। ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

ভোজপুরি এবং হিন্দি ইন্ডাস্ট্রি পাশাপাশি বাংলাতেও মোনালিসার ভক্ত সংখ্যা কম নয়। যদিও কেরিয়ারের অধিকাংশ সময়টাই তিনি ভোজপুরি ইন্ডাস্ট্রিকে দিয়েছেন। কাজ করেছেন হিন্দি বহু ধারাবাহিকে। বিস বস সিজিন ১০-এ প্রতিযোগী হয়ে এসেছিলেন তিনি। বঙ্গ তনয়ার মোহময়ী রূপে পাগল পাগল অবস্থা অনুরাগীদের। অভিনেত্রীর সদ্য শেয়ার করা রিলে তাঁকে শাড়িতে দেখা গিয়েছে। শাড়ির ফাঁকে উঁকি দিচ্ছে উন্মুক্ত ক্লিভেজ। সেখানেই যেন চোখ আটকাল 'দুপুর ঠাকুরপো'দের। ঝুমা বৌদির হট লুক কেউ মিস করবেন না।

হট মোনালসা, শাড়ির ফাঁকে উন্মুক্ত ক্লিভেজঃ

 

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

পোশাকের পাশাপাশি রিলে মোনালিসার মুখের অঙ্গভঙ্গিও বেশ আকর্ষণীয়। কখনও হাসলেন তো আবার কখনও উষ্ণ অভিব্যক্তি তুলে ধরলেন। হট ঝুমা বৌদি খোলা চুলে কেবল অপরূপা নন, মোহময়ীও বটে। তাঁর থেকে এক মুহূর্তও চোখ ফেরানো দায়।