SRH vs PBKS: অনবদ্য ইনিংস খেললেন পঞ্জাব সুপার কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রীতি জিন্টার দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার তিন নম্বরে নেমে ৩৬ বলে ৮২ রানের অনবদ্য ইনিংস খেললেন।চলতি আইপিএলে পাঁচটা ম্যাচ খেলে শ্রেয়স আইয়ার মোট ২৫০ রান করেছেন, ব্যাটিং গড় ৬২। প্রথম ম্যাচে অপরাজিত ৯৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন পঞ্জাব অধিনায়ক। পঞ্জাবের দুই ওপেনার-প্রিয়াঙ্কশ আরিয়া আর প্রভসিমরন সিং শুরুতে ঝড় তোলেন। চলতি আইপিএলে সেঞ্চুরি হাঁকানো প্রিয়াঙ্কশ আরিয়া (১৩ বলে ৩৬) ও প্রভসিমরং (২৩ বলে ৪২) ২৪ বলে ৬৬ রানের বিস্ফোরক ওপেনিং পার্টনারশিপ করেন।
তিনে নেমে শ্রেয়স সেই বিস্ফোরকে আরও মশলা যোগ করেন। ৬টি ওভার বাউন্ডারি ও ৬টি বাউন্ডারি মেরে সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন শ্রেয়স। কিন্তু ইনিংস শেষের ১৫ বল আগে হর্ষল প্যাটেলের বলে আউট হয়ে যান পঞ্জাব অধিনায়ক। শেষের দিকে ১১ বলে ৩৪ রানের ক্যামিও খেলে মার্কস স্টোয়নিস দলের রানকে আকাশছোঁয়া জায়গায় নিয়ে যান।
দুরন্ত ইনিংস শ্রেয়স আইয়ারের
If your franchise gives you 26+ CR then be like Shreyas Iyer not Rishabh pant. well played man. pic.twitter.com/iO3gDd7dSJ
— Kevin (@imkevin149) April 12, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)