Representational Image (Photo Credits: PTI)

বেজিং, ১৭ জানুয়ারি; চিনে সাম্প্রতিককালে এই প্রথম জনসংখ্যা অনেকটা কমল। ২০২২ সালের শেষে চিনে জনসংখ্যা বেশ কিছুটা কমে গিয়েছে।  ড্রাগনের দেশে ২০২২ সালে সাড়ে ৮ লক্ষ জনসংখ্যা কমেছে। গত ৬০ বছরে চিনের জনসংখ্যায় এতটা কমতি দেখা যায়নি। চিনের জাতীয় পরিসংখ্যান বিভাগ সূত্রে সংবাদসংস্থা এপি এই খবর নিশ্টিত করেছে। ২০১৬ সালে 'টু চাইল্ড পলিসি' বা এক পরিবারে দুটি সন্তান নীতি শুরুর পর থেকে চিনে জনসংখ্যা বৃদ্ধির হার কমছে। তবে ২০২২ সালে গ্রেট ওয়ালের দেশের এতটা জনসংখ্যা কমে যাওয়াটা একটা রেকর্ড।

তবে ২০২২ সালে এক ধাক্কায় সাড়ে আট লক্ষ জনসংখ্যা কমার পিছনে অনেকেই কোভিডকে দায়ি করছেন। চিনে করোনায় মৃত্যু ঠিক কতটা বড় আকারে কাজ করছে জনসংখ্যা কমে যাওয়া তারই প্রমাণ। প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরের পর থেকেই চিনে করোনা মারাত্মক আকার ধারণ করে। নভেম্বরের শেষে চিনে দৈনিক ৫ লক্ষ মানুষ করোনায় মারা যাচ্ছিলেন বলে খবরে প্রকাশ। যদিও চিনা প্রশাসন এই দাবি উড়িয়ে দেয়।

দেখুন টুইট

যদিও করোনা মৃত্যুর কারণেই যে চিনে জনসংখ্যা কমেছে তার স্পষ্ট প্রমাণ নেই। চিনে জন্মাহারও কমেছে।