১৯৮৬ সালে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনার ৩৭ বছর পূর্তি উপলক্ষে ইউক্রেনের রাজধানী চেরনোবিলের দুর্ঘটনাস্থলে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। বুধবারের অনুষ্ঠানের সময় ইউক্রেনের পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী রুসলান স্ট্রাইলেটস (Ruslan Strilets), এক্সক্লুশন জোনের কর্মচারীদের সাথে নিয়ে, দুর্যোগের পর কারখানায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে জড়িত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দুর্ঘটনার পরপরই বিদ্যুৎকেন্দ্রে তেজস্ক্রিয় আগুন নেভাতে গিয়ে মারা যাওয়া দমকলকর্মীদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ধ্বংসপ্রাপ্ত চুল্লির ওপর নির্মিত নিউ সেফ কনফিনমেন্ট (এনএসসি) পরিদর্শন করেন, যা ২০১৯ সালের জুলাই মাসে কার্যকর করা হয়। মনিটরিং সিস্টেমের তথ্য অনুযায়ী, ওই এলাকায় রেডিয়েশনের মাত্রা ছিল নিরাপদ সীমার মধ্যে।
🚨 Today marks the anniversary of the #Chernobyl disaster, a catastrophic nuclear accident that happened on April 26th, 1986. The world was forever changed by this event, as radioactive materials were released into the environment, causing widespread damage and loss of life. pic.twitter.com/5QWkAGvGCw
— TRT World Citizen (@TRTWorldCitizen) April 26, 2023
১৯৮৬ সালের ২৬ এপ্রিল কিয়েভ থেকে প্রায় ১১০ কিলোমিটার উত্তরে অবস্থিত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৪ নম্বর চুল্লিতে একের পর এক বিস্ফোরণ ঘটে, যা ইউক্রেন, বেলারুশ, রাশিয়া এবং অন্যান্য ইউরোপীয় দেশ জুড়ে বিকিরণ ছড়িয়ে দেয়।
#OnThisDay | The Chernobyl nuclear accident in 1986 became one of the most serious environmental disasters in human history. pic.twitter.com/kvpk4CFI9U
— teleSUR English (@telesurenglish) April 26, 2023
কারখানার চারপাশের ৩০ কিলোমিটার ব্যাসার্ধ এলাকাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
Today marks the 37th anniversary of the Chernobyl disaster, a catastrophic nuclear accident that took place on April 26, 1986.
Today, we remember the victims of the disaster and the sacrifices made by this brave people.#chernobyldisaster #pripyat #powerplant #exclusionzone pic.twitter.com/SvPxP6HkSC
— ChernobylX (@ChernobylX_tour) April 26, 2023
পারমাণবিক দুর্ঘটনার দিন সকালে তোলা চেরনোবিলের এটিই একমাত্র বিদ্যমান ছবি।
This is the only existing photo of Chernobyl taken on the morning of the nuclear accident. The heavy grain is caused by massive amounts of radiation that began to destroy the film the second it was exposed. pic.twitter.com/mM7wIZCk5b
— Historic Vids (@historyinmemes) April 18, 2023
আলেক্সি আনানেঙ্কো, ভ্যালেরি বেসপালোভ, বরিস বারানোভ এই ৩ সাহসী মানুষ যারা লক্ষ লক্ষ মানুষকে বাঁচিয়েছিলেন।
Today is #Chernobyl anniversary. These 3 brave men who saved millions. April 26 1986. Chernobyl nuclear accident. Aleksey Ananenko, Valeriy Bespalov, Boris Baranov. May they RIP pic.twitter.com/E79d88DlCV
— Yulia Goldshteyn (@GoldshteynYulia) April 26, 2023