Mahakumbh 2025 Holy Water (Photo Credits: X)

নয়াদিল্লিঃ এবার জেলবন্দিদের জন্য কুম্ভের(Mahakumbh 2025) জল পাঠানোর উদ্যোগ উত্তরপ্রদেশ সরকারের(UP Government)। শোনা যাচ্ছে,  সঙ্গম থেকে পবিত্র জল অন্তত ৭৫টি জেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে উত্তরপ্রদেশ জেলা প্রশাসন। সংশোধনাগারের বন্দিদের মাথায় ছোঁয়ানো হবে এই জল। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, উত্তরপ্রদেশের জেলা মন্ত্রী দারা সিং-এর দফতর সূত্রে জানা গিয়েছে, ২১ ফেব্রুয়ারি থেকে সমস্ত সংশোধনাগারে জল পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। সকাল সাড়ে ৯ টা থেকে ১০ টা পর্যন্ত সমস্ত সংশোধনাগারে এই কর্মসূচি হবে। ডিরেক্টর জেনারেল অফ প্রিজন পিভি রামাশাস্ত্রীর এই কর্মসূচি সম্পন্ন হবে।

জেলবন্দিদের জন্য সঙ্গমের জল পাঠানোর ব্যবস্থা যোগী সরকারের

এছাড়া সূত্রের আরও খবর, মোট ৭৫ টি জেলের পাশাপাশি ৭ টি কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হবে সঙ্গমের জল। একটি ছোট ট্যাঙ্কের জলের সঙ্গে সঙ্গমের জল মিশিয়ে তা সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে বলে খবর। ওই মিশ্রিত জলে স্নান করবেন জেলবন্দিরা। এ ছাড়া প্রার্থনা অনুষ্ঠানেও অংশগ্রহণ করার অনুমতি রয়েছে জেলবন্দিদের। গত ১৭ ফেব্রুয়ারি উন্নাও জেল কর্তৃপক্ষ এই ধরনের কর্মসূচি পালন করেছে বলেই খবর। ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

মহাকুম্ভের পবিত্র জলে স্নান করবেন জেলবন্দিরা, বিশেষ ব্যবস্থা যোগী সরকারের