Israel-Hamas Ceasefire: তিন ঘণ্টা টালবাহানার পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হল। আমেরিকা যুক্তরাষ্ট্র, কাতার ও ইজিপ্টের মধ্যস্থতায় গাজায় ৪২ দিনের জন্য যুদ্ধবিরতি শুরু হল। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাসকে ৩৩ জন পণবন্দিকে মুক্তি দিতে হবে, আর ইজরায়েল ছাড়বে তাদের দেশে আটকে থাকা ২০৭ জন প্যালেস্টাইন বন্দিদের। গত ১৫ মাস ধরে গাজা, রাফা সহ প্য়ালেস্টাইনের বিভিন্ন অংশে যুদ্ধ চলছে। গাজা কর্তৃপক্ষের দাবি আকাশপথে ইজরায়েলের হামলায় ৪৬ হাজারের বেশী মানুষ প্রাণ হারিয়েছেন। এমন দাবিও করা হয়েছে যে গাজার ৯০ শতাংশ মানুষ হয় মারা গিয়েছেন, বা গুরুতর জখম বা গৃহহীন হয়েছেন। সেখানে ২০২৩ সালে ৭ অক্টোবর হামাসের হামলায় ১২০০ জন নিরীহ ইজরায়েলিকে হত্যা করেছিল হামাস।
তিন মহিলা পণবন্দিদের মুক্তির তালিকা প্রকাশ করে হামাস জানাল তারা গাজায় যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে। ইজরায়েলও সেই তালিকা পাওয়ার পর যুদ্ধবিরতি চুক্তি সই করছে। ২০২৩ সালের ৭ অক্টোবর সীমান্ত টপকে জোর করে পণবন্দি করে রাখাদের মধ্যে কাদের ছাড়া হবে এই নিয়ে টালবাহানা করে হামাস। ক্ষুব্ধ হয়ে এরই মধ্যে গাজার খান ইউনুসে আকাশপথে বড় হামলা চালায় ইজরায়েল। সেই হামলায় আটজনের মৃত্য়ু হয়। তবে দেরীতে হলেও শেষ পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি হল।
গাজায় কার্যকর যুদ্ধবিরতি
As ceasefire is in effect, and Hamas militants have emerged, parading through Gaza’s streets.#ceasefire #hamas #gaza #israel https://t.co/tFCQLQ0BM6 pic.twitter.com/VHBLCkKn3V
— Sneha Mordani (@snehamordani) January 19, 2025
গত বছরও একবার কয়েক দিনের জন্য গাজায় যুদ্ধবিরতি হয়েছিল। তবে সেটি বেশীদিন স্থায়ী হয়নি। কারণ পণবন্দিদের মুক্তি দেওয়া নিয়ে জটিলতা চলছিল। এখন দেখার এবারের যুদ্ধবিরতি কদিন স্থায়ী হয়। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পরই ঘোষণা করেছিলেন, ২০ জানুয়ারি তিনি ক্ষমতায় বসার একদিনের মধ্যেই গাজায় যুদ্ধ থামিয়ে দেবেন। সম্প্রতি হামাসকে হুমকি দিয়ে ট্রাম্প সাফ জানিয়েও দিয়েছিলেন, ইজরায়েলের পণবন্দিদের মুক্তি না দেওয়া হলে, যাদের তাদের আটকে রেখেছে তাদের নরক দর্শন করাবেন। ট্রাম্পের এই হুমকি পর হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আগ্রহ দেখা গিয়েছিল। যদিও বাইডেন প্রশাসনের বক্তব্য, এতে ট্রাম্পের কোনও হাত নেই। বরং বেশ কয়েক মাস ধরে বাইডেন প্রশাসনের সক্রিয়তার ফলেই গাজায় যুদ্ধবিরত হল। ট্রাম্পের পরীক্ষা এবার শুরু হবে। গাজায় যদি ফের যুদ্ধ শুরু হয়, তাহলে তা ট্রাম্পকে চাপে ফেলবে।
এদিন, যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে থেকেই প্যালেস্টাইনের সাধারণ মানুষ গাজায় তাদের বাড়িতে ফিরতে শুরু করেন। অনেকেই যুদ্ধ থামার আনন্দে খুশিতে মেতে ওঠেন। অন্যদিকে, যুদ্ধবিরতি হওয়ার হতাশায় ইজরায়েলের জাতীয় সুরক্ষ মন্ত্রী ইতামের বেন-গাভির পদত্যাগ করছেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘনিষ্ঠ ইজরায়েলের এই মন্ত্রীর অভিযোগ, হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সই মানে নিজেদের হার স্বীকার করা।