Bangladesh: পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তোলা হোক, ভারতকে আর্জি জানালো বাংলাদেশ
পেঁয়াজের প্রতীকী ছবি (Photo Credits: IANS)

ঢাকা, ১৬ সেপ্টেম্বর: পুজোর আগে ভারতকে পদ্মার ইলিশ উপহার দিয়ে বেশ বিপাকে বাংলাদেশ (Bangladesh)। যেদিন ঢাকা থেকে ইলিশ এল এপার বাংলায়, সেদিনই ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে গেল। এদিকে গত বছরের সংকটে পড়তে নারাজ ঢাকা, ইতিমধ্যেই নয়াদিল্লির কাছে আবদেন রেখেছে যে পেঁয়াজ রপ্তানিতে যেন কোনওরকম বিঘ্ন না ঘটে। ভারতের কর্মকাণ্ড প্রকাশ্য়ে আসতেই বাংলাদেশি জনগণের মধ্যে ক্ষোভ জমছে উত্তরোত্তর। হাসিনা সরকার কেন ভারতকে ইলিশ পাঠালো তানিয়ে প্রশ্ন তুলেছে সেদেশের জনগণ। এই প্রসঙ্গে বাংলাদেশের বিদেশ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী এম শাহরিয়ার আলম মঙ্গলবার বলেছেন, এই বিষয়ে খুব তাড়াতাড়ি আমরা ইতিবাচক ফল আশা করছি।

জানা গিয়েছে, নতুন দিল্লি যাতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির উপরে নিষেধাজ্ঞা তুলে নেয় তারজন্য আবেদন করেছে ঢাকা। এদিকে আগে থেকেই বাংলাদেশকে পেঁয়াজ সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল ভারত। সোমবার ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার মর্মে বিজ্ঞপ্তি জারি করে। এই সিদ্ধান্তের ফলেই বাংলাদেশের পেঁয়াজ বাজারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান প্রবীণ রাজনীতিক শরদ পাওয়ার কেন্দ্রের এই সিদ্ধান্তে সায় দেননি। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে যে নিষেধাজ্ঞা জারি হয়েছে তা তুলে নেওয়ার জন্য কেন্দ্রকে অনুরোধ করেছেন তিনি। কারণ মহারাষ্ট্রের বিরাট এলাকাজুড়ে পেঁয়াজের চাষ হয়। এই নিষেধাজ্ঞার ফলে বড়সড় ক্ষতির মুখে পড়বেন রাজ্যের পেঁয়াজ চাষিরা। এই নিষেধাজ্ঞার জেরে শ্রীলঙ্কা, বাংলাদেশ-সহ উপসাগরীয় অঞ্চলে পেঁয়াজ রপ্তানি বাধার মুখে পড়ল। আরও পড়ুন- Yoshihide Suga: ৮ বছর পর জাপানের নতুন প্রধানমন্ত্রীর পদে ইয়োশিহিদে সুগাএই প্রসঙ্গে এম শাহরিয়ার আলম জানিয়েছেন, ভারত যে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করবে না। তানিয়ে দুই দেশের মধ্যে একটা অলিখিত বোঝাপড়া রয়েছে। যদি সত্যি সত্যি পেঁয়াজের রপ্তানি বন্ধ করতে হয়, তাহলে আগে থেকেই নতুন দিল্লি তা ঢাকাকে জানাবে। গতকাল রাতে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ হওয়ার খবর পেয়েই দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তরফে বিষয়টি ভারতীয় বিদেশমন্ত্রককে জানাতে বলা হয়েছে। এই পেঁয়াজ রপ্তানির বিষয়টি দেখছেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী।