ইয়োশিহিদে সুগা (Photo Credits: ANI)

টোকিও, ১৬ সেপ্টেম্বর: প্রায় ৮ বছর পর দেশের নতুন নেতা নির্বাচিত হয়ে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন ইয়োশিহিদে সুগা (Yoshihide Suga)। দায়িত্ব হাতে নিয়েই তিনি এক গুচ্ছ চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন তালিকায় দেশের কোভিড পরিস্থিতি, একই সঙ্গে দেশের বিপর্যস্ত আর্থিক পরিস্থিতিকে উত্তরণের পথে নিয়ে যাওয়াও তাঁর অন্যতম লক্ষ্য। মঙ্গলবার জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের গোটা মন্ত্রিসভা পদত্যাগ করেছে। জাপানের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রীর পদে ছিলেন শিনজো আবে। গতমাসে তিনি অবসর নেওয়ার কথা ঘোষণা করেন। জানান, দীর্ঘ অসুস্থতার কারণে এতবড় সাংবিধানিক দায়িত্ব নেওয়া তাঁরপক্ষে সম্ভব হচ্ছে না। ইয়োশিহিদে সুগার নতুন মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্য শিনজো আবের মন্ত্রিসভা থেকেই এসেছেন। আরও পড়ুন-Coronavirus Cases In India: ১ দিনে সংক্রামিত ৯০ হাজার ১২৩ জন, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়ালো

জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা

জানা গিয়েছে, মন্ত্রিসভার ২ মহিলা সদস্য এবং প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার গড় বয়স ৬০ বছর। LDP নেতা হিসেবে নির্বাচিত হওয়ার দু দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হল সুগাকে। ৭১ বছরের সুগা আগে বিদায়ী প্রধানমন্ত্রী আবে শিনজোর ডান হাত হিসেবে কাজ করেছেন। রেকর্ড সময় ধরে চিফ ক্যাবিনেট সেক্রেটারির পদে ছিলেন সুগা। সেই পদে এবার আসতে চলেছেন কাতসুনোবু কাতো। তিনি আগে অর্থ দফতরের আমলা ছিলেন। আবের ছোট ভাই নোবুয়ো কিশি প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন বলে খবর। বর্তমানে ওই মন্ত্রকে থাকা তারো কোনো চলে যাচ্ছেন প্রশাসনিক সংস্কার মন্ত্রকের দায়িত্বে।