ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৬ সেপ্টেম্বর: মঙ্গলবার সারাদিনে ৯০ হাজার ১২৩ জন নতুন করোনা রোগীর নাম নথিভুক্ত হয়েছে। এর সঙ্গে সঙ্গেই বুধবার ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India) ৫০ লাখ ছাড়িয়ে গেল। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে এখন মোট করোনা রোগীর সংখ্যা ৫০ লাখ ২০ হাজার ৩৬০ জন। গতকাল সারাদিনে ভারতে করোনার বিলে ১ হাজার ২৯০ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ৮২ হাজার ৬৬ জন। এই মুহূর্তে দেশে সংক্রামিত ৯ লাখ ৯ হাজার ৯৩৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৯ লাখ ৪২ হাজার ৩৬১ জন। তবে ভারতের মোট জনসংখ্যার বিচারে সংক্রমণ অনেকটাই কম। আরও পড়ুন-Bill Gates Sr Dies: ৯৪ বছরে প্রয়াত সিনিয়র বিল গেটস, বাবার শোকে মুহ্যমান মাইক্রোসফট কো-ফাউন্ডার

দেশে ১ দিনে সংক্রামিত ৯০ হাজার ১২৩ জন

ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৭৮ শতাংশ। সেখানে মৃত্যুর হার ১.৬৪ শতাংশ। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, করোনা বিধ্বস্ততায় বিশ্বে আমেরিকার পরেই রয়েছে ভারত। তবে মৃতের সংখ্যার বিচারে আমেরিকা ও ব্রাজিলের পরের স্থানটিতেই রয়েছে ভারত। করোনা বিধ্বস্ততায় দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে গতকাল সারা দিনে ৫১৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনার বলি ৩০ হাজার ৪০৯ জন। মঙ্গলবার সারাদিনে সেখানে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন, ২০ হাজার ৪৮২ জন। সবমিলিয়ে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯৭ হাজার ৮৫৬ জন। তবে শুধু ভারতের এই পশ্চিমাংশের রাজ্যই শুধু নয়, করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, দিল্লি, কর্ণাটক ও তামিলনাড়ুতেও।