Hyperloop Technology. (Photo Credits: X)

মহাকাশে স্পেস এক্সের পুনর্ব্যবহারযোগ্য রকেটে থেকে টেসলার ইলেকট্রিক গাড়ি, মস্তিকে চিপ ঢুকিয়ে দেওয়া 'নিউরালিঙ্ক' কিংবা সুড়ঙ্গ পরিবহণের 'দ্য বোরিং কোম্পানি'। ইলন মাস্ক মানেই ইতিহাস, তাক লাগিয়ে দেওয়া পণ্য, প্রযুক্তি বা পরিষেবা। সেই মাস্ক এবার তাঁর ঘনিষ্ঠ প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প-কে তার হাইপার টেকনোলজি নিয়ে নয়া প্রোজেক্টের কথা জানালেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের মুখ্য কারিগর মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই শহরকে একবারে কাছে নিয়ে আসার প্রজোক্টের কথা জানালেন।

মাস্কের দাবি

মার্কিনীদের প্রাণকেন্দ্রের শহর নিউ ইয়র্ক আর ইংল্যান্ডের রাজধানী লন্ডনের সাড়ে ৫ হাজার কিলোমিটারের দূরত্ব। হাইপার লুপ পরিবহণ ব্যবস্থার মাধ্যমে এই সাড়ে ৫ হাজার কিমি পথ এক ঘণ্টারও কম সময়ে পাড়ি দেওয়া যাবে বলে মাস্ক জানিয়েছেন। কিন্তু নিউ ইয়র্ক ও লন্ডনের মধ্যে সড়ক পরিবহণের সবচেয়ে বড় বাধা হল মাঝে এসে পড়ে পড়া আটলান্টিক মহাসাগর।

হাইপুর লুপ টেকনোলজি

যে মহাসাগরের ওপর দিয়ে সেতু বানানোও অসম্ভব। মাস্কের দাবি, তাঁর বোরিং কোম্পানির হাইপুর লুপ টেকনোলজির বাস্তবে রূপায়.নিউ ইয়র্ক থেকে লন্ডন ৫০-৫৫ মিনিটে অতিক্রম করা সম্ভব হবে। আর সেটা হলে দুই দেশের ব্যবসায়িক লেনদেন, বানিজ্যে বিপ্লব আসবে।