West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
বৃষ্টি ফাইল ফোটো (Photo Credits: IANS)

কলকাতা, ১৬ অগস্ট: কমেছে গরমের তীব্রতা। ভরা শ্রাবণে এখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়নি। তাই কমছে না তাপমাত্রাও। বাতাসে আদ্রতার কারণেও গরম বেশি লাগছে। তবে আগামী সপ্তাহে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে (North Bay of Bengal)। যার জেরে মঙ্গলবার থেকে ফের বদল হবে আবহাওয়ায়। সেই সঙ্গে বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি-বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া অন্যান্য জেলাতেও দু-এক পশলা বৃষ্টি হবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা যেমন বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। এছাড়াও কলকাতা, হাওড়া এবং হুগলিতেও আজ দু-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানা গেছে। আরও পড়ুন, ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন, চোখ খুবলে, জিভ কেটে নেওয়ার অভিযোগ

শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার প্রভাবেই শুক্র-শনি-রবি এই তিনদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি হবে। তবে হালকা বৃষ্টিই হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর পাশাপাশি ওড়িশা উপকূলেও বৃষ্টির পূর্বাভাস ছিল। উপকূলীয় জেলাগুলোয় ছিল বিশেষ সতর্কতা। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে আগামী কয়েকদিন তাপমাত্রাও কিছুটা হলে কমতে পারে ।