নয়াদিল্লি: উত্তর প্রদেশের শাহজাহানপুরে (Shahjahanpur) এক ব্যক্তি তাঁর পুত্রবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি খুনের পর গাছে ঝুলে আত্মহত্যা করেছেন। পুলিশ সুপার রাজেশ কুমার জানিয়েছেন, গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি রোজ মদ্যপান করতেন। সম্ভবত ভুক্তভোগীর সঙ্গে এদিন তাঁর তর্ক হয়েছিল। রাগের বশে তিনি ঘরে রাখা একটি কুড়াল দিয়ে পুত্রবধূকে আঘাত করেন, যার ফলে তাড় মৃত্যু হয়।
আরও পড়ুন: Karnataka Viral Video: রোগীকে হকি স্টিক বেধড়ক মারধর, প্রকাশ্যে নেশামুক্তি কেন্দ্রের 'পাশবিক' ছবি
অফিসার আরও বলেন, বুধবার বিকেলে পুলিশ সদস্যরা যখন অপরাধস্থল পরিদর্শন করে ফিরে আসছিলেন, তখন তাঁরা খবর পান যে অভিযুক্ত রাজপাল গ্রামের একটি গাছে ঝুলে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে একটি ফরেনসিক দল পৌঁছে গিয়েছে এবং পুলিশ উপস্থিত রয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে।
পুত্রবধূকে হত্যা করলেন মদ্যপ শ্বশুর
STORY | Man hangs self after killing daughter-in-law with axe in UP's Shahjahanpur
READ: https://t.co/3cu0dEGbD6 pic.twitter.com/k2bFEF6LPm
— Press Trust of India (@PTI_News) April 16, 2025