
ঢাকা, ১৬ এপ্রিল: বাবার মৃত্যুর পর এবার স্ত্রীকে জীবন থেকে সরালেন হিরো আলম (Hero Alam)। বাবার মৃত্যুর পরপরই স্ত্রী রিয়ামনির সঙ্গে কার্যত বিচ্ছেদ ঘোষণা করেন বংলাদেশের (Bangladesh) বহুল চর্চিত ইউটিউবার (YouTuber) হিরো আলম। বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম তথা আশরাফুল হোসেন আলমের বাবা গত মঙ্গলবার প্রয়াত হন। বাবার মৃত্যুর সময় স্ত্রী রিয়ামনি কেন সেখানে থাকলেন না, সেই প্রশ্ন তুলে স্ত্রীর কাছ থেকে দূরত্ব বাড়ান হিরো আলম।
শুধু তাই নয়, রিয়ামনিকে তিনি বিয়ে করেছিলেন ঠিকই কিন্তু যাঁর পায়ের তলায় সর্ষে, তেমন মানুষকে আটকে রাখা যায় না। সরাসরি এমন কথা না বললেও, স্ত্রী রিয়ামনিকে নিয়ে হিরো আলমের যে বক্তব্য, তা কার্যত অবাক করেছে বহু মানুষকেই।
ফেসবুক হ্যান্ডেলের মাধ্যমে রিয়ামনির সঙ্গে বিচ্ছেদ এবং সম্পর্কের বয়কটের কথা ঘোষণা করেন হিরো আলম। বাংলাদেশি ইউটিউবার বলেন, তাঁর বাবার মৃত্যু শয্যায় হাজির হননি রিয়ামনি। এমনকী, তাঁর পরিবারের কোনও সদস্যও হিরো আলমের বাবাকে দেখতে হাসপাতালে যাননি। তাঁর বাবার সঙ্গে রিয়ামনি যদি এমন ব্যবহার করতে পারেন, তাহলে তাঁর অসুস্থতায়ও স্ত্রী একেবারেই চোখ ফিরে তাকাবেন না বলে আশঙ্কা প্রকাশ করেন হিরো আলম।
এদিকে হিরো আলমের মুখে তাঁকে বয়কটের কথা শুনে পালটা মন্তব্য করেন রিয়ামনিও। তিনি বলেন, বাবার মৃত্যুর পর থেকে হিরো আলমের 'মাথার ঠিক নেই'। অর্থাৎ হিরো আলম মানসিকভাবে এই মুহূর্তে ঠিক নেই বলে দাবি করেন রিয়ামনি। পাশাপাশি হিরো আলমকে নিয়ে এই মুহূর্তে তিনি কোনও মন্তব্য করতে চান না বলেও জানান রিয়ামনি।