Goa, Noida Flat View (Photo Credit: X)

দিল্লি, ১৬ এপ্রিল: নয়ডার (Noida) চাকরি (Job) ছাড়লেন। নয়ডার চাকরি ছেড়ে সেখানকার ৬৪ হাজার টাকার ফ্ল্যাট (Flat Rent) ছেড়ে গেলেন গোয়ায় (Goa)। নয়ডা ছাড়তেই সেখানকার ফ্ল্যাটের জন্য যে বিপুল ভাড়া অর্থাৎ ৬৪ হাজার টাকা গুনতে হত, তা আর দিতে হচ্ছে না ওই ইঞ্জিনিয়রকে। উলটে গোয়ায় গিয়ে মাত্র ১৯ হাজার টাকায় প্রকৃতির মাঝে বাড়ি খুঁজে নিয়েছেন রাজ নামের ওই যুবক।

ঘটনাটা খুলেই বলা যাক তাহলে। যে ফ্ল্যাটের জন্য তিনি ৬৪ হাজার দিচ্ছিলেন, সেই বাড়ির ব্যালকনির সামনে আরও একটি অ্যাপার্টমেন্ট ছিল। যার জেরে ইঁট, কাঠ, পাথরের সামনে বসেই তাঁকে অফিস করতে হত।

আরও পড়ুন: Malaika Arora: প্রতি মাসে দেড় লক্ষে ব্যান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিলেন মালাইকা অরোরা

নয়ডার বেড়ে ওঠা, চাকরি পাওয়া ওই যুবক এরপর থেকে ব্যস্ত শহর ছেড়ে বেঙ্গালুরু (Bengaluru) না হলে গোয়ায় যাওয়ার কথা ভাবছিলেন। তবে গোয়া ছিল তাঁর প্রথম পছন্দ। যেখানে প্রকৃতির মাঝে বসে তিনি কাজ করতে পারবেন বলে মনে করেন।

দেখুন ওই যুবকের স্টেটাস...

 

এরপর ওই যুবক ১৩ এপ্রিল একটি ছবি শেয়ার করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। যেখানে তিনি জানান, গোয়ায় হাজির তিনি। এবং সেখানে প্রকৃতির মাঝে বসে অদ্ভুদ সুন্দর পরিবেশে চাকরি করছেন। সেই সঙ্গে ভাড়া গুনতে হচ্ছে তাঁকে মাত্র ১৯ হাজার। তবে শুধুমাতত্র ভাড়ার টাকা বাঁচাবেন বলে তিনি গোয়ায় যাননি। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে চেয়েছিলেন। সেই কারণেই তিনি গোয়ায় হাজির বলে জানান সংশ্লিষ্ট যুবক।