শরীরে আমেজ আনে চা। সারাদিনের ক্লান্তি দূর করে দেয় নিমিষে। এক কাপ চায়ে চুমুক দিলেই যেন শান্তি। কিন্তু এ। অনেক উপকার বেড়ে যাবে। যেমন স্বাদ বদল হবে, তেমনি উপকার অনেক গুনে বেড়ে যাবে। যা শুনলে অবাক হবেন।
চায়ের সাথে মৌরি মিশিয়ে খেলে খিদে কমে যায়। ফলে যারা শরীরকে যদি স্লিম করতে চান তারা এই ফর্মুলা প্রয়োগ করুন।। মৌরিতে রয়েছে ভিটামিন ডি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরের সুস্থ রাখতে ভীষণ কার্যকরী। বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা। শুধু কি তাই। রক্তে শর্করা যাদের বেশি রয়েছে তাদের জন্য এই ফর্মুলা ভীষণ কার্যকরী। কারণ মৌরি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। যাদের মাড়িতে রোগ রয়েছে বা সমস্যা রয়েছে তারাও উপকার পাবেন । কারণ মৌরিতে রয়েছে এন্টিমাইক্রোবায়াল উপাদান। যা মাটির ক্ষয় রোধ বা মাড়ির সমস্যাকে দূর করে দেয়। মৌরি তে রয়েছে পটাশিয়াম ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে । এছাড়াও মৌরি তে অনেক গুণ রয়েছে তবে আলাদা করে মৌরি ভিজিয়ে খাওয়া সাধারণত হয় না । তাই চায়ের সাথে মৌরি যদি মিশিয়ে যদি খান তাহলে মৌরির গুনাগুন আপনার শরীরে পৌঁছাবে। এবং অনেক রোগ থেকে মুক্তি পাবেন। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চলবেন।