
নয়াদিল্লি, ১৬ এপ্রিলঃ সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি হিসাবে সঞ্জীব খান্নার (Sanjiv Khanna) সময়কাল শেষ হতে চলেছে। হাতে আর মাত্র একটা মাস। তারপরেই দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির কুর্সিকে বিদায় জানাবেন তিনি। বিচারপতি সঞ্জীবের উত্তরসূরি কে?
এবার সামনে এল সেই নাম। চিফ জাস্টিস পফ ইন্ডিয়া (CJI) হতে চলেছেন বিচারপতি ভূষণ রামকৃষ্ম গাভাই (BR Gavai)। ঐতিহ্য অনুসারে, বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার তাঁর উত্তরসূরি হিসাবে বিচারপতি বিআর গাভাই-এর নাম কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে সুপারিশ করেছেন। কেন্দ্রের তরফে সেই সুপারিশে সিলমোহর পড়লে বিচারপতি ভূষণ রামকৃষ্ম গাভাই হবেন সুপ্রিম কোর্টের ৫২'তম প্রধান বিচারপতি।
সবকিছু ঠিকঠাক থাকলে এবং কেন্দ্র সরকারের তরফে সিলমোহর পড়লে আগামী ১৪ মে দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন বিআর গাভাই (BR Gavai)। তবে তাঁর মেয়াদ হবে কেবল মাত্র ছয় মাসের জন্যে। কারণ চলতি বছরের নভেম্বর মাসেই অবসর নেওয়ার কথা তাঁর।
উল্লেখ্য, দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি ভূষণ রামকৃষ্ম গাভাইয়ের নামে যদি কেন্দ্র অনুমোদন দেয় তাহলে, তিনি হবে দ্বিতীয় দলিত চিফ জাস্টিস পফ ইন্ডিয়া। এর আগে ২০০৭ সালে দেশের সর্বোচ্চ বিচারপতির পদে উন্নীত হয়েছিলেন বিচারপতি কেজি বালকৃষ্ণণ। তিনিই ছিলেন ভারতের প্রথম দলিত চিফ জাস্টিস।