বিগত কয়েকদিন ধরে অশান্ত ছিল মুর্শিদাবাদ। জঙ্গিপুর, সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন পর থেকেই ওই এলাকাগুলির পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। রাস্তায় বেরোচ্ছেন আমজনতা। তবে রাজ্য পুলিশ আদৌ নিরপেক্ষ তদন্ত করছে কিনা এবং কেন্দ্র যেন একবার ক্ষতিগ্রস্থ এলাকাগুলি পরিদর্শন করেন। এই দাবি নিয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) চিঠি লিখেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রাধামোহন দাস আগারওয়ালকে।
কেন্দ্রীয় কমিটিকে মুর্শিদাবাদ পরিদর্শণের পরামর্শ দিলেন সৌমিত্র খাঁ
এই নিয়ে সৌমিত্র বলেন, বিগত কয়েকদিন ধরে মুর্শিদাবাদে অশান্তি হয়েছে। সেই কারণে আমরা স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রাধামোহন দাস আগারওয়ালকে চিঠি লিখেছি। আমরা চাই উনি বাংলায় আসুক। এসে মুর্শিদাবাদ পরিদর্শন করুক। আমরা ওনার সঙ্গে থাকব। আর রাজ্য পুলিশের ডিজিপি এবং মুর্শিদাবাদের পুলিশ সুপারকে যেন লোকসভায় তলব করা হয়। কেন ঘটনা ঘটল, কতজন গ্রেফতার হয়েছেন, এই বিষয়ে যেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
দেখুন সৌমিত্র খাঁ-এর বক্তব্য
#WATCH | Delhi: BJP MP Saumitra Khan says, "Today, I wrote a letter to the Chairman of Standing Committee, Home, Radha Mohan Das Agarwal. I have asked him to come and visit West Bengal and under his leadership, we all need to go to Murshidabad... West Bengal DGP and Murshidabad… https://t.co/PaDeNffBjT pic.twitter.com/0BJFRDJdUc
— ANI (@ANI) April 16, 2025
স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ
এদিকে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। সামশেরগঞ্জে ফিরিয়ে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। এদিকে রাজ্য পুলিশের তরফ থেকে ৯ সদস্যের বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠন করা হয়েছে গোটা ঘটনার তদন্ত করার জন্য। এই টিমে থাকছেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকরা।