Photo Credits: IANS

কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) জঙ্গলে (forest) থাকা রয়্যাল বেঙ্গল টাইগারদের (Royal Bengal Tigers) উপর নজরদারি (track) চালাতে এবার সেখানকার তিনটি অভয়ারণ্যে (reserve forest) দেড় হাজার ক্যামেরা ট্র্যাপ (camera traps) লাগানোর সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের বন দফতর (West Bengal's forest department)।

এই তিনটি রিজার্ভ ফরেস্ট হল দার্জিলিং জেলায় (Darjeeling) থাকা মহানন্দা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি (Mahananda Wildlife Sanctuary), কালিম্পং (Kalimpong) জেলায় থাকা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক (Neora Valley National Park) ও আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বক্সা টাইগার রিজার্ভ (Buxa Tiger Reserve)।

এপ্রসঙ্গে বন দফতরের একজন আধিকারিক জানান, ক্যামেরা ট্র্যাপগুলি এই ধারণা দিতে কিছুটা সাহায্য করবে যে বাঘগুলি এই জঙ্গল এলাকাগুলোতে শুধুমাত্র খাবার খুঁজতে আসছে না এদের মধ্যে কিছু পাকাপাকিভাবে এখানে বসবাস করতে শুরু করেছে।

এই জঙ্গল এলাকাগুলিতে বাঘেরা ঘুরে বেড়াচ্ছে তা বন দফতরের বিশ্বাস করে মূলত তিনটি কারণে। প্রথম, এই এলাকাগুলিতে থাকা ক্যামেরার মাধ্যমে প্রতিনিয়ত নজরদারি চালানোর কারণে বাঘগুলিকে দেখা যাচ্ছে। দ্বিতীয়ত এখানকার বিভিন্ন জায়গায় বাঘের মল ও পায়ের ছাপ চোখে পড়ছে। আর তৃতীয়টি হল, বাইসনের মতো বড় পশুর মৃতদেহের অংশ খুঁজে পাওয়ার জন্য। কারণ এই জঙ্গল এলাকাগুলিতে থাকা চিতাবাঘের পক্ষে অত বড় পশু শিকার করা সম্ভব নয়। একমাত্র বাঘের হামলাতেই মৃত্যু হচ্ছে বাইসনের মতো বড় পশুর। আরও পড়ুন: Uttar Dinajpur Minor Girl Death Case: কালিয়াগঞ্জে নাবালিকা মৃত্যুর ঘটনায় বাবা-সহ মূল অভিযুক্তের ১৪ দিনের পুলিশি হেফাজত, ভিডিয়োতে শুনুন শশী পাঁজার বক্তব্য