Rhinoceros (Photo Credit: Pixabay)

আসামের গোলাঘাট জেলার কাজিরাঙা জাতীয় অরণ্য এবং টাইগার রিজার্ভ (Kaziranga National Park and Tiger Reserve)-এ গন্ডার (Rhinoceros)-এর  আক্রমণে একজন বনরক্ষী এবং একজন হোম গার্ড গুরুতর আহত হয়েছেন। সূত্রে খবর রবিবার ঘটনাটি ঘটেছে জাতীয় উদ্যানের ভারভেরি এলাকায়, গন্ডারটি হঠাৎ কর্মকর্তাদের ওপর হামলা চালায়। আহত দুই ব্যক্তির নাম তনুজ বোরা এবং জয়ন্ত হাজারিকা। তাঁরা  গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

আরও  পড়ুন: Vinesh Phogat Wins Gold Medal:মহিলাদের জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপের ৫৫ কেজি বিভাগে স্বর্ণপদক জিতলেন ভিনেশ ফোগাট (দেখুন টুইট)

কাজিরাঙা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভের ডিরেক্টর সোনালি ঘোষ জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় টহল দেওয়ার সময় গন্ডারটি ওই দুই আধিকারিককে আক্রমণ করে। আহতদের উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটির অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার বোকাখাতের কাছে ডিফালুপাথার এলাকায় গন্ডারের আক্রমণে একজন ব্যক্তি আহত হওয়ার একদিন পর এই ঘটনাটি ঘটেছে বলে জানানো হয়েছে। ঘটনার পর বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।