কখনও রাজৌরি এলাকায়, কখনও আবার নৌশেরাতে (Nowshera)। পর পর দু'দিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জম্মু-কাশ্মীরে। যা নিয়ে নিঃসন্দেহে চিন্তিত রয়েছে স্থানীয় প্রশাসন। জানা যাচ্ছে, গতকাল রাত থেকেই নৌশেরার সাব-ডিভিশন এলাকায় সুন্দেরবনি এবেং চিঙ্গুস এলাকায় আগুন লাগে। জঙ্গলের বেশকিছু অংশ পুড়ে যায়। তবে বন দফতরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটার কয়েকঘন্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এই নিয়ে নৌশেরা বন বিভাগের আধিকারিক শ্বেতা দেওনিয়া বলেছেন, আমাদের টিম সবসময় তৈরি রয়েছে এই ধরনের ঘটনা মোকাবিলা করার জন্য। ফলে আগুন কখনই বিপদ সীমার বাইরে যেতে পারবে না। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলি কখনই প্রাকৃতিকভাবে হচ্ছে না। দাবানল হলে গাছের ওপরে আগুন লাগতো, কিন্তু এই ঘটনাগুলিতে দেখা যাচ্ছে আগুন মাটিতে লাগছে। অর্থাৎ এগুলি মানুষের অসতর্কতার কারণে হচ্ছে। কেউ ইচ্ছাকৃত কেউ আবার অনিচ্ছাকৃতভাবে ঘটনাগুলি ঘটাচ্ছে । তাই এলাকাবাসীকে অনুরোধ করবো, জঙ্গলের আশেপাশে ধূমপান যেন না করে এবং দাহ্য বস্তু যেন না জ্বালায়।

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। মূলত তাপমাত্রা বৃদ্ধির কারণেই এই ঘটনাগুলি বেশি ঘটছে বলে দাবি বিশেষজ্ঞদের। সম্প্রতি দিল্লি থেকে বেশি পরিমাণে অগ্নিকাণ্ডের খবর আসছে। এছাড়া রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশেও একই অবস্থা। তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি নিয়ে চিন্তায় আবহাওয়াবিদদের একাংশ।