
ভোপাল, ২২ মার্চঃ খুন হওয়া মহিলা জীবিত অবস্থায় এসে দাঁড়ালেন পরিবারের সামনে। দীর্ঘ ১৮ মাস আগে ওই মহিলা মারা গিয়েছিলেন এবং পরিবার তাঁর শেষকৃত্যও সম্পন্ন করেছে। বাড়িতে তাঁর ছবিতে ঝোলানো ফুলের হার। সেই মেয়ে এবার সশরীরে পরিবারের সামনে হাজির। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মান্দসৌর জেলার চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে।
ললিতা বাই নামে পরিচিত ওই মহিলা থানায় হাজির হয়ে নিশ্চিত করেছেন যে তিনি বেঁচে আছেন। মেয়েকে জীবন্ত অবস্থায় দেখে হতবাক পরিবার। পুলিশ সূত্রে খবর, প্রায় দু বছর আগে ললিতার পরিবার অভিযোগ তোলে তাঁদের মেয়েকে অপহরণ করে খুন করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে এক মৃতদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া এক বিকৃত দেহের বেশ কিছু চিহ্ন, হাতে করা একটি ট্যাটু এবং পায়ে কালো সুতো বাঁধা দেখে তা ললিতার দেহ হিসাবেই শনাক্ত করে পরিবার। সেই মত মৃতদেহ বাড়িতে এনে মেয়ের শেষকৃত্য সম্পন্ন করে ললিতার বাবা রমেশ নানুরাম বানছাড়া। ললিতার হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। হাজতবাসে রয়েছেন ইমরান, শাহরুখ, সোনু এবং এজাজ।
ঘটনার প্রায় ১৮ মাস পর হঠাৎই একদিন বাড়িতে এসে হাজির হলেন ললিতা। মৃত মেয়েকে জীবিত অবস্থায় দেখে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলে না রমেশবাবু। তৎক্ষণাৎ মেয়েকে নিয়ে তিনি থানায় যান। পুলিশের কাছে ললিতা জানান, শাহরুখের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন তিনি। ভানুপাড়ায় দুদিন ছিলেন। এরপর এক ব্যক্তির কাছে ৫ লক্ষ টাকায় শাহরুখ তাঁকে বিক্রি করে দেন। গত দেড় বছর ধরে কোটায় থাকতেন তিনি। সেখান থেকে কোনক্রমে পালিয়ে নিজের গ্রামে ফিরে এসেছেন। নিজের পরিচয় নিশ্চিত করার জন্যে আধার এবং ভোটার কার্ডের মত নথিও পুলিশকে দেখিয়েছেন তিনি।
পরিবার, প্রতিবেশী এবং সমস্ত নথির ভিত্তিতে পুলিশ ওই মহিলার পরিচয় যাচাই করেছে এবং নিশ্চিত করেছে যে, সে আসলেই ললিতা। ললিতার দুই সন্তান রয়েছে। মাকে জীবন্ত দেখে আনন্দে আত্মহারা তারা।