কালিয়াগঞ্জ: উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) কালিয়াগঞ্জে (Kaliyaganj) নাবালিকা (minor girl) মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত (Main accused) ও তার বাবাকে (father) ১৪ দিনের জন্য পুলিশি হেফাজতে (police custody) পাঠানোর নির্দেশ দিল আদালত। এদিকে নাবালিকার ময়নাতদন্তের রিপোর্ট (post-mortem report) অনুযায়ী তার বিষের কারণে মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন উত্তর দিনাজপুরের পুলিশ সুপার (SP Uttar Dinajpur)।
শনিবার এপ্রসঙ্গে তিনি বলেন, "মৃতার ময়নাতদন্তের রিপোর্টে চিকিৎসরা উল্লেখ করেছেন যে বিষের কারণে (poisonous substance) তার মৃত্যু হয়েছে। বড় কোনও আঘাত নেই। আমরা চিকিৎসদের আবার জিজ্ঞাসা করে দেখব যে কোনও যৌন নির্যাতনের চিহ্ন (sexual injury) আছে কিনা তা দেখতে।"
Uttar Dinajpur minor girl death case | WB: We found a deadbody of a girl, police reached the spot. Probe began. Main accused, his father were detained. Case was registred based on family's complaint. Both accused sent to 14-day police custody: SP Uttar Dinajpur pic.twitter.com/qDCVouaY3M
— ANI (@ANI) April 22, 2023
মূল অভিযুক্তকে তার বাবার সঙ্গে পুলিশের হেফাজতে রাখা হয়েছে জানিয়ে পুলিশ সুপার আরও বলেন, "আমরা ঘটনাস্থলে পৌঁছে একটি মেয়ের মৃতদেহ পেয়েছিলাম। তদন্ত চলছে। মূল অভিযুক্ত ও তার বাবাকে আটক করা হয়েছিল। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলাও দায়ের করা হয়েছে। দুই অভিযুক্তকেই ১৪ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।"
Uttar Dinajpur minor girl death case | WB: Victim's post-mortem report given by doctors reveals that death was due to a poisonous substance. No major injury. We will again ask doctors to clarify if there's any sexual injury: SP Uttar Dinajpur pic.twitter.com/jG2FnNcJuc
— ANI (@ANI) April 22, 2023
এদিকে এই বিষয়টি নিয়ে বিজেপি (BJP) নোংরা রাজনীতি করছে বলে শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে অভিযোগ জানালেন পশ্চিমবঙ্গের নারীকল্যাণ মন্ত্রী শশী পাঁজা (WB Women Minister Shashi Panja)। এপ্রসঙ্গে তিনি বলেন, "বিজেপি রাস্তা অবরোধ করে রেখেছিল বলে পুলিশকে ওইভাবে মৃতদেহটি নিয়ে যেতে হয়েছিল। ওরা সেই ঘটনার ভিডিয়ো বানিয়ে ভাইরাল করে দিয়েছে। আর তারপরই বিরোধী দলনেতা ঝাঁপিয়ে পড়ে এই ঘটনাকে গণধর্ষণ (gangrape) বলে চেঁচামেচি শুরু করেছেন। এটা মৃতদেহ নিয়ে রাজনীতি (dead body politics)।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | BJP created obstruction on road that's why police had to get the body of the girl. They made video & made it viral. LoP has jumped on situation & mentioned it as gangrape. This is dead body politics: WB Women Minister Shashi Panja on minor girl death case pic.twitter.com/hIEb2OrDkg
— ANI (@ANI) April 22, 2023