
IPL 2025 Opening Ceremony Live Streaming: আজ, শনিবার (২২ মার্চ) কলকাতার ইডেন গার্ডেন্সে জমকালো আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এর মধ্যে আইপিএল ২০২৫ (IPL 2025) ওপেনারের ঠিক আগে আয়োজিত হবে এই ওপেনিং সেরেমনি। এখনও অবধি জানা গেছে বলিউড অভিনেত্রী দিশা পাটানি (Disha Patani), পাঞ্জাবি র্যাপার করণ আউজলা (Karan Aujla) এবং জনপ্রিয় প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) ইতিমধ্যেই আইপিএল ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নিশ্চিত হয়েছেন। এছাড়া বলিউড তারকা শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) ও বরুণ ধাওয়ান (Varun Dhawan) এবং গায়ক অরিজিৎ সিংকেও (Arijit Singh) পারফর্মারদের তালিকায় যুক্ত করা হতে পারে বলে কিছু মিডিয়া রিপোর্ট জানিয়েছে। এছাড়া কেকেআর (KKR) ফ্র্যাঞ্চাইজির মালিক শাহরুখ খান (Shahrukh Khan) গতকালই কলকাতায় এসেছেন, তাই ইডেনে তার পারফর্ম করার সম্ভাবনা প্রবল। KKR vs RCB, Kolkata Weather Today: সকাল থেকে কলকাতা জুড়ে বৃষ্টি! কি হবে কেকেআর বনাম আরসিবির ম্যাচ ভেস্তে গেলে?
আইপিএল ২০২৫ ওপেনিং সেরেমনিতে শ্রেয়া ঘোষাল
Brace yourself for a symphony of magic like never before as the soulful Shreya Ghoshal takes the stage at the #TATAIPL 18 Opening Ceremony! 😍
Celebrate 18 glorious years with a voice that has revolutionised melody🎶@shreyaghoshal pic.twitter.com/mJB9T5EdEe
— IndianPremierLeague (@IPL) March 19, 2025
এছাড়া কিছু মিডিয়া রিপোর্ট বলছে সলমন খান (Salman Khan), ভিকি কৌশল (Vicky Kaushal) এবং সঞ্জয় দত্তের (Sanjay Dutt) মতো বেশ কয়েকজন বলিউড তারকা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) চেয়ারম্যান জয় শাহের (Jay Shah) পাশাপাশি আইপিএল ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
আইপিএল ২০২৫ ওপেনিং সেরেমনির সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে আইপিএল ২০২৫ ওপেনিং সেরেমনি?
২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেনসে (Eden Gardens, Kolkata) আয়োজিত হবে আইপিএল ২০২৫ ওপেনিং সেরেমনি।
আইপিএল ২০২৫ ওপেনিং সেরেমনিতে থাকছেন কোন তারকারা?
আইপিএল ২০২৫ ওপেনিং সেরেমনিতে কলকাতায় শ্রেয়া ঘোষাল এবং তারপরে অভিনেত্রী দিশা পাটানির একটি পারফরম্যান্স হবে। এরপর র্যাপার করণ আউজলা গান গাইবেন। দিশা পাটানি শেষ গানের জন্য ফের যোগ দেবেন। টুর্নামেন্টের ১৮ তম মরসুম উদযাপন করতে শাহরুখ খান পারফর্ম করবেন কিনা জানা নেই। তবে তিনি ক্রিকেটারদের সাথে মঞ্চে প্রবেশ করবেন এবং তাদের সাথে আড্ডা দেবেন। এরপর বিসিসিআই আধিকারিক এবং সব পারফর্মাররা মঞ্চে আসবেন, তারপরে অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং রজত পাটিদার ট্রফির সামনে ছবি তুলবেন।
কখন থেকে শুরু হবে আইপিএল ২০২৫ ওপেনিং সেরেমনি?
আইপিএল ২০২৫ ওপেনিং সেরেমনি ম্যাচের শুরুতে আয়োজন করা হবে। এটি শুরু হতে পারে ভারতীয় সময় সন্ধ্যা ৬টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন আইপিএল ২০২৫ ওপেনিং সেরেমনি?
আইপিএল ২০২৫ ওপেনিং সেরেমনি ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন আইপিএল ২০২৫ ওপেনিং সেরেমনি?
আইপিএল ২০২৫ ওপেনিং সেরেমনি ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওহটস্টার (JioHotstar) অ্যাপে।