কলকাতা, ২৪ সেপ্টেম্বর: পুজোর আগে একের পর এক জোড়া ঘূর্ণাবর্তে জেরবার গোটা রাজ্য৷ দক্ষিণবঙ্গে নিম্নচাপ যেন কাটছে না৷ গত রবিবার থেকে শুরু হওয়া বৃষ্টি (West Bengal Monsoon) বুধবারে থামলেও টানা বর্ষণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে৷ এই শুক্রবারেও জলযন্ত্রণা থেকে মুক্তি মেলেনি শহরবাসীর৷ উপনগরী ও বৃহত্তর কলকাতা ও বেশ কয়েকটি জেলার অবস্থা তো শোচনীয়৷ একতলা বাড়িতে মাছ ঘুরে বেড়াচ্ছে৷ রাজপথে জাল ফেললে উঠছে কাতলা৷ তবে আজ থেকেই ফের সক্রিয় হতে চলেছে মৌসুমি অক্ষরেখা৷ মায়ানমারের দিকে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত৷ সেটি খুব শিগগির বঙ্গোপসাগরে প্রবেশ করে নিম্নচাপে পরিণত হবে৷ অন্যদিকে ওড়িশা উপকূল থেকে রাজস্থান পর্যন্ত আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে৷ আরও পড়ুন-Navnita Gautam: আরসিবি-র ম্যাসাজ থেরাপিস্ট নবনীতা গৌতম এই বয়সেই করেছেন বিরাট কাজ, জানুন সেটি কী
শনিবার থেকেই বদলাবে আবহাওয়া৷ সেদিন কলকাতায় হালকা বৃষ্টি হলেও রবিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ৷ দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় জারি হয়েছে হলুদ সতর্কতা৷ রবি ও সোমবার ভারী বর্ষণে ফের জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাজুড়ে৷ যেসব নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে সপ্তাহান্তের বৃষ্টিতে সেই নদীর জলই ভাসাবে লাগোয়া এলাকা৷ তাই আগামী রবি ও সোমবার পুরুলিয়া, বাঁকু়ড়া, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস৷
পুজো একেবারে দরজায় কড়া নাড়ছে৷ তার আগে টানা বর্ষণ আমেজটাকেই নষ্ট করে দিচ্ছে৷ কেনাকাটি শিকেয় উঠেছে৷ কুমোরটুলিতেও মূর্তি গড়ার কাজ এক প্রকার স্থগিত৷ রোদ্দুরে আশায় সবাই আকাশ পানে মুখ তুলে আছে৷ ফর ঘূর্ণাবর্ত যেন অশনি সংকেত বয়ে আনছে৷