প্রতীকী ছবি (Photo Credit: File Photo)

কলকাতা, ১৩ আগস্ট: শ্রাবণের অবিরল বারি ধারায় (West Bengal Monsoon) রীতিমতো বিপর্যস্ত রাজ্য৷ শুক্রবার সকালে থেকেই মেঘে ঢেকেছে আকাশ৷ শহর কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলির আকাশেও মেঘের ঘনঘটা৷ আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, সমগ্র দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পরে কোনও কোনও অঞ্চলে৷ তবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়৷ অন্যদিকে গতকাল থেকেই প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ৷ আজও তার ব্যাতিক্রম ঘটবে না৷ আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে৷ এই কয়েকটি জায়গায় ৭ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে৷ তাই জারি হয়েছে কমলা সতর্কতা৷  আরও পড়ুন-Kinnaur Landslide: সকালে ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধার আরও ২ মৃতদেহ, এখনও পর্যন্ত কিন্নরে ধসের বলি ১৫

অন্যদিকে দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ে হলুদ সতর্কতা জারি হয়েছে৷ টানা বৃষ্টিতে ধস নামার সম্ভাবনা প্রবল৷ ইতিমধ্যেই নদীর জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে উত্তরের জেলাগুলিতে৷ মালদা, দুই দিনাজপুরেও রয়েছে অতিভারী বৃষ্টির সতর্কতা৷ কালিয়াচকে গঙ্গার জল বিপদসীমার উপর থেকে বইছে৷   নদীর তীরবর্তী গ্রামগুলিতে ইতিমধ্যেই জল ঢুকেছে৷ আগামী ১৫ আগস্ট উত্তরের জেলাগুলিতে চলবে ভারী বর্ষণ৷ এর প্রভাবে দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হবে৷ তবে টানা বর্ষণেও দক্ষিণের জেলাগুলিতে গরম কমার সম্ভাবনা নেই৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হু হু করে বাড়তে থাকায় আদ্রতাজনিত অস্বস্তিতেই কাটবে মেঘলা দিন৷

এদিন কলকাতার সর্বোচ্চা তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ২৭ ডিগ্রি৷ তবে ১৫ আগস্ট গরম বাড়বে অনেকটাই৷ সেদিন সর্বোচ্চা তাপমাত্রা হতে পারে ৩৪ ডিগ্রি৷ মৌসুমী অক্ষরেখা এখন হিমালয়ের পাদদেশে অবস্থান করছে পাটনা থেকে অসম হয়ে অরুণাচল পর্যন্ত এর বিস্তৃতি৷ তাই আগামী কয়েকদিন বৃষ্টিমুখর থাকবে গোটা রাজ্য৷ উত্তরবঙ্গ ও উত্তরপূর্বের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে৷   আবহাওয়ার এহেন পরিস্থিতির জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷