টানা চারবার শ্রীরামপুর থেকে সাংসদ হলেন আইনজীবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভোটে প্রার্থী ঘোষণার পর থেকেই সিপিএম প্রার্থী দিপ্সীতা ধরের সঙ্গে তাঁর লড়াই জমে উঠেছিল। কিন্তু আজ গণনার শুরু থেকেই নিজের মার্জিন বাড়াতে থাকেন কল্যাণ। সবশেষে গতবারের থেকে মার্জিন বাড়িয়ে জয় লাভ করেন তিনি।
WB Lok Sabha Election Results 2024 Live Upate: মমতা- অভিষেকের জোড়া স্ট্র্যাটেজিতে উড়ে হেল মোদীর গ্যারান্টি, সবুজ ঝড়ে বঙ্গ থেকে উড়ে গেল পদ্ম
প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে হারছেন বহরমপুরের ৫ বারের সাংসদ অধীর চৌধুরী। সারা দেশে কংগ্রেসের ফল ভালো হলেও বঙ্গে হাতের আসন হাতছাড়া হতে চলেছে অধীরের । এখনও অবধি যা খবর ৭২০০০ হাজারের মত ভোটে পিছিয়ে আছেন অধীর চৌধুরী। নির্বাচন কমিশন সার্টিফিকেট দিলেই সমাপ্ত হবে বহরমপুরের ২৫ বছরের কংগ্রেস জমানার।
ফুল বদলেও লাভ হলনা অর্জুনের। ব্যারাকপুরে পার্থ ভৌমিকের কাছে হারতে হল বাহুবলী অর্জুন সিংকে। প্রায় ৫৮হাজার ভোটে জিতলেন তিনি।
বাংলার অন্যতম প্রধান কেন্দ্র কৃষ্ণনগরের ফল ঘোষণা করল কমিশন। প্রথম থেকে পিছিয়ে থেকেও দিনের শেষে তৃণমূলের জয়জয়কার। রাজমাতা অমৃতা সিংকে ৫৪ হাজারের বেশি ভোটে পিছনে ফেলে জয়ী তৃণমূলের মহুয়া মৈত্র।
তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে হারলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ১ লক্ষ ৩৬ হাজার ভোটে হেরেছেন তিনি। সকাল থেকেই সমানে সমানে টক্কর দিচ্ছিলেন কীর্তি ও দিলীপ। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপজয়ীর কাছে হার মানতে হয় দিলীপকে।
রানাঘাটে জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, ৮৫ হাজার ভোটে নিকটবর্তী তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীকে হারিয়েছেন তিনি। ২০১৯ সালে জগন্নাথ সরকার পেয়েছিলেন ৭৮৩২৫৩টি ভোট. জয়ের ব্যবধান ছিল ২৩৩৪২৮।
রাজ্যের যেকোন ভোটের ইতিহাসে রেকর্ড গড়তে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনও অবধি ৬ লক্ষ ৭ হাজার ৮৫৫ ভোটে এগিয়ে অভিষেক। ২০০৪ সালে আরামবাগ কেন্দ্র থেকে বাম নেতা অনিল বসু লড়েছিলেন। তিনি জিতেছিলেন ৫ লক্ষ ৯২ হাজার ভোটের মার্জিনে।
গত ৭ মে মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত ভগবানগোলা বিধানসভায় ভোটগ্রহণ হয়। ওই আসনের তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি প্রয়াত হওয়ার পর আসনটি ফাঁকা হয়। লোকসভার ধারা বজায় রেখে ভগবানগোলা আসনে জয় পেল তৃণমূল। তৃণমূলের প্রার্থী রেয়াৎ হোসেন সরকার জয়ী হয়েছে বলে জানায় জেলা নির্বাচন আধিকারিক। সূত্রের খবর ১৫৬১৫ ভোটে তাঁর জয় হয়েছে কংগ্রেসের অঞ্জু বেগমের থেকে। ভগবানগোলায় বিজেপির প্রার্থী ছিলেন ভাস্কর সরকার।
গত ৭ মে মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত ভগবানগোলা বিধানসভায় ভোটগ্রহণ হয়। ওই আসনের তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি প্রয়াত হওয়ার পর আসনটি ফাঁকা হয়। লোকসভার ধারা বজায় রেখে ভগবানগোলা আসনে জয় পেল তৃণমূল। তৃণমূলের প্রার্থী রেয়াৎ হোসেন সরকার জয়ী হয়েছে বলে জানায় জেলা নির্বাচন আধিকারিক। সূত্রের খবর ১৫৬১৫ ভোটে তাঁর জয় হয়েছে কংগ্রেসের অঞ্জু বেগমের থেকে। ভগবানগোলায় বিজেপির প্রার্থী ছিলেন ভাস্কর সরকার।
ভোটবাক্সে কোনও প্রভাবই ফেলল না সন্দেশখালি? বসিরহাট লোকসভা কেন্দ্রে অনেকটাই এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। কমিশনের বিভ্রান্তিতে মনে করা হয়েছিল ৫ লাখ ভোটে এগিয়ে আছেন তিনি। কিন্তু কমিশন তাঁদের ভুল স্বীকার করে জানিয়েছে ১লাখ ৫৪ হাজারে এগিয়ে রয়েছেন তিনি।
তৃণমূল বিদায়ী সাংসদ নুসরত জাহানকে টিকিট না দিয়ে পোড় খাওয়া সংগঠক হাজি নুরুল ইসলামকে প্রার্থী করেছিল আর অন্যদিকে সন্দেশখালির ‘প্রতিবাদী মুখ’ হিসেবে রেখা পাত্রকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু সব হিসাব উলটে দিয়ে হাজি নুরুল দেখিয়ে দিল তাঁর সংগঠনের জোর।
যে সন্দেশখালি ছিল বঙ্গ রাজনীতির প্রধান মুখ।সেই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকেই প্রায় ৫ লাখ ভোটে পিছিয়ে রয়েছেন সন্দেশখালির প্রতিবাদী মুখ ও বিজেপি প্রার্থী রেখা পাত্র। কমিশন সূত্রে খবর প্রায় ৫ লাখ ২৩ হাজার ৪২০ ভোটে তৃণমূলের হাজি নুরুলের থেকে পিছিয়ে আছেন তিনি।
আপাতত পিছিয়ে দেবাংশু ভট্টাচার্য, ১৭০০ ভোটে এগিয়ে গেলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সকাল থেকেই তমলুক আসনে চলছে জোর লড়াই।
আপাতত পিছিয়ে দেবাংশু ভট্টাচার্য#LokSabhaElection2024 #AbhijitGanguly #ABPAnanda pic.twitter.com/jYv0GI40aX
— ABP Ananda (@abpanandatv) June 4, 2024
গণনা শুরু হয়েছে সকাল ৮টায়। ইতিমধ্যেই ট্রেন্ড আসছে সামনে। শেষ খবর পাওয়া অবধি ১৫ আসনে এগিয়ে রয়েছে জোড়া ফুল শিবির,১৪ আসনে এগিয়ে রয়েছে পদ্ম শিবির। ১টি আসনে এগিয়ে বামেরা, দুটি আসনে এগিয়ে কংগ্রেস
#ResultsOnAkashvani ✨
In #WestBengal, trends are available for 32 seats.
▪️TMC is leading in 15 seats,
▪️BJP 14 seats,
▪️Congress 2 seats and
▪️CPM 1 seat.#GeneralElections2024 | #ElectionResults | #LoktantraKaUtsav | #Elections2024 pic.twitter.com/o9CRS9Ih5y— All India Radio News (@airnewsalerts) June 4, 2024
গণনার প্রথম ১ ঘণ্টা অতিবাহিত। আপাতত পোস্টাল ব্যালটের গণনা চলছে। প্রাথমিক ভাবে যে কেন্দ্রে যে প্রার্থী এগিয়ে রয়েছেন তাঁরা হলেন—
ডায়মন্ড হারবার— অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল
বহরমপুর— অধীররঞ্জন চৌধুরী, কংগ্রেস
মুর্শিদাবাদ— মহম্মদ সেলিম, সিপিএম
ঘাটাল— হিরণ চট্টোপাধ্যায়, বিজেপি
রানাঘাট— মুুকুটমণি অধিকারী, তৃণমূল
জঙ্গিপুর— মুর্তজা হোসেন, কংগ্রেস
মথুরাপুর— অশোক পুরকায়স্থ, বিজেপি
জয়নগর— প্রতিমা মণ্ডল, তৃণমূল
যাদবপুর— সায়নী ঘোষ, তৃণমূল
দমদম— শীলভদ্র দত্ত, বিজেপি
কৃষ্ণনগর— মহুয়া মৈত্র, তৃণমূল
গণনার প্রথম ৪৫ মিনিট অতিবাহিত। প্রাথমিক ভাবে যে কেন্দ্রে যে প্রার্থী এগিয়ে রয়েছেন তাঁরা হলেন—
ডায়মন্ড হারবার— অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল
বহরমপুর— অধীররঞ্জন চৌধুরী, কংগ্রেস
মুর্শিদাবাদ— মহম্মদ সেলিম, সিপিএম
ঘাটাল— হিরণ চট্টোপাধ্যায়, বিজেপি
রানাঘাট— মুুকুটমণি অধিকারী, তৃণমূল
জঙ্গিপুর— মুর্তজা হোসেন, কংগ্রেস
মথুরাপুর— অশোক পুরকায়স্থ, বিজেপি
জয়নগর— প্রতিমা মণ্ডল, তৃণমূল
যাদবপুর— সায়নী ঘোষ, তৃণমূল
গণনার প্রথম ৪৫ মিনিট অতিবাহিত। প্রাথমিক ভাবে যে কেন্দ্রে যে প্রার্থী এগিয়ে রয়েছেন তাঁরা হলেন—
ডায়মন্ড হারবার— অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল
বহরমপুর— অধীররঞ্জন চৌধুরী, কংগ্রেস
মুর্শিদাবাদ— মহম্মদ সেলিম, সিপিএম
ঘাটাল— হিরণ চট্টোপাধ্যায়, বিজেপি
রানাঘাট— মুুকুটমণি অধিকারী, তৃণমূল
জঙ্গিপুর— মুর্তজা হোসেন, কংগ্রেস
মথুরাপুর— অশোক পুরকায়স্থ, বিজেপি
জয়নগর— প্রতিমা মণ্ডল, তৃণমূল
যাদবপুর— সায়নী ঘোষ, তৃণমূল
কলকাতা এবং বিভিন্ন জেলায় রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের জন্য মোট ৫৫টি কেন্দ্রে গণনা শুরু হয়েছে সকাল ৮টায়। এর মধ্যে কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের গণনা হবে শহরের মোট আটটি গণনাকেন্দ্রে। এখনও অবধি ফল প্রকাশ না হলে মাঝে মধ্যেই ওঠানামা করছে ফলাফলের ট্রেন্ড।
উত্তরবঙ্গের দুই কেন্দ্রে এগিয়ে বিজেপি। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং বালুরঘাটে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা এবং সুকান্ত মজুমদার এগিয়ে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গের পাশাপাশি ঘাটাল কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। মালদহ উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু এগিয়ে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। অন্যদিকে জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে। বোলপুরে এগিয়ে অসিত মাল। বীরভূমে এগিয়ে তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায়।
You might also like