Arjun Singh (Photo Credits: IANS)

দিনকয়েক আগে জগদ্দলে বোমা-গুলিকাণ্ডে নাম জড়িয়েছিল বিজেপির দাপুটে নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh)। অভিযোগ উঠেছিল, জুটমিলের সামনে গণ্ডোগোল পাকিয়েছিলেন তিনি, এবং তাঁর জন্যই এলাকায় বোমাবাজি হয়েছিল এবং তাঁর বন্দুকের গুলিতে আহত হয়েছিলেন এক তৃণমূল কর্মী। এই ঘটনার পরই স্থানীয় থানা থেকে তাঁকে জেরার জন্য একাধিকবার তলব করা হয়, কিন্তু তিনি প্রতিবারই হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন। এই অবস্থায় ব্যারাকপুরের এসিজেএম আদালতের পক্ষ থেকে গতকালই অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়ছিল।

রক্ষাকবচ পেলেন অর্জুন সিং

আর সেই কারণেই তড়িঘড়ি অর্জুনের পক্ষ থেকে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়েছিল। বুধবার সেই কারণে বিচারপতি জয় সেনগুপ্তের মৌখিক নির্দেশে সাময়িক রক্ষাকবচ পেলেন বিজেপি নেতা। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আগামীকাল এই মামলার শুনানি রয়েছে, তার আগে তাঁকে গ্রেফতার করা যাবে না। ফলে হাইকোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি পেলেন অর্জুন।

জগদ্দলে গুলি-বোমাবাজি

গত ২৬ মার্চ রাতে জগদ্দলে মেঘনা মোড়ের কাছে একটি জুটমিলে গণ্ডোগোল শুরু হয়। অভিযোগ ওঠে রাতের দিকে বোমাবাজি হয় ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি নেতা অর্জুন সিং। সেই সময় গুলিও চলে। আর সেই হামলায় আহত হয় সাদ্দাম হোসেন নামে এক যুবক। সূত্রের খবর, আহত ওই যুবক তৃণমূল কর্মী। তারপরেই বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে তাঁর প্ররোচনায় গুলি চলেছিল এলাকায়। এদিকে ২৭ মার্চও ওই এলাকায় বোমাবাজি হয়েছিল বলে খবর।