
দিল্লি, ২ এপ্রিল: সীমান্ত লক্ষ্য করে ফের গুলি চালানো শুরু করল পাকিস্তানি সেনা (Pakistani Army)। সীমান্ত চুক্তি লঙ্ঘন করে গুলি চালানো (Ceasefire Violation) শুরু করে ভারতের পড়শি দেশ। ১ এপ্রিলের পর আজ অর্থাৎ ২ এপ্রিলও পাকিস্তানি সেনা বাহিনীর তরফে একাধিকবার সীমান্ত চুক্তি লঙ্ঘন করে গুলি চালানো শুরু হয়। পুঞ্চের কৃষ্ণ ঘাঁটি সেক্টর লক্ষ্য় করে ২ এপ্রিল গুলি চালাতে শুরু করে পাক সেনা। যার জবরদস্ত উত্তর ভারতীয় সেনার (Indian Army) তরফেও দেওয়া হয়।
রিপোর্টে প্রকাশ, ২ এপ্রিল দুপুর ১.১০ মিনিট নাগাদ পুঞ্চের কৃষ্ণ ঘাঁটি সেক্টর লক্ষ্য় করে গুলি চালানো শুরু করে পাকিস্তানি সেনা। যার জবাব ভারতের (India) তরফেও দেওয়া হয়। তবে নিজেদের শক্তি নির্ধারণ করে তবেই ভারতীয় সেনার তরফে পাকিস্তানি জওয়ানদের পালটা উত্তর দেওয়া হয়।
কৃষ্ণ ঘাঁটি সেক্টরে যে নাঙ্গি টেকরি ব্যাটেলিয়ন মোতায়েন রয়েছে, তাদের তরফে ১ এপ্রিল যেমন পাকিস্তানি জওয়ানদের উত্তর দেওয়া হয়। তেমনি ২ এপ্রিলও তাদের পরপর গুলি চালিয়ে কড়া জবাব দেন ভারতীয় জওয়ানরা। সেনা বাহিনীর তরফে এমন খবরই জানানো হয়েছে।
জানা যাচ্ছে, ১ এপ্রিল ভারত-পাকিস্তান সীমান্তের কৃষ্ণ ঘাঁটি সেক্টরে মাইন বিস্ফোরণ হয়। বিনা কারণেই মঙ্গলবার ভারতীয় জওয়ানদের বাঙ্কার লক্ষ্য করে এরপর গুলি চালানো শুরু করে পাকিস্তান। পরিস্থিতি বেগতিক বুঝে সঙ্গে সঙ্গে ভারতীয় জওয়ানরা উত্তর দেওয়া শুরু করেন। তবে যথেষ্ট পরিমার্জিতভাবেই পাকিস্তানকে পালটা জবাব দেওয়ার প্রক্রিয়া ভারতীয় জওয়ানরা শুরু করেন বলে জানান সেনা বাহিনীর এক পদস্থ আধিকারিক। পরপর কয়েক বার গুলি চালানোর পর আপাতত পরিস্থিতি ভারতের হাতে। ভারতীয় জওয়ানদের প্রত্যাঘ্যাত লক্ষ্য করে পাকিস্তানের পর ২ এপ্রিল দুপুর ১.১০ এর পর আর গুলি চালানো হয়নি বলে খবর।